জাপানে ৯০ মিনিটে ৪ মাত্রার বেশি ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এর মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৭.৪। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাপান টাইমস।
এই ভূমিকম্প বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, একটি ভবন প্রচণ্ড জোরে কাঁপছে। লোকেরা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ
ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটিতে শিগগিরই আরও বড় ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
জাপানের আবহাওয়া সংস্থা একটি জাতীয়ভাবে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে বলেছে যে আগামী সপ্তাহে বিশেষ করে আগামী দুই বা তিন দিনের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্পের তীব্রতার আরও বড় ভূমিকম্প এই এলাকায় আঘাত হানতে পারে।
BREAKING: Impact of 7.6 magnitude earthquake in central Japanpic.twitter.com/HsfEXohHJJ
— The Spectator Index (@spectatorindex) January 1, 2024
সংস্থার একজন কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দাবানল ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং বাসিন্দাদের আরও কম্পনের জন্য প্রস্তুত থাকতে হবে।
প্রায় ৩ মিটার (প্রায় ১০ ফুট) সুনামি জাপানের পশ্চিম উপকূলে নিগাতা এবং অন্যান্য এলাকায় আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ছোট সুনামির ঢেউ ইতিমধ্যেই উপকূলে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশে বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও এবং ইশিকাওয়া প্রিফেকচারের নোটোর কেন্দ্রস্থলের মধ্যে বুলেট ট্রেন পরিষেবাও স্থগিত রয়েছে।
মধ্য জাপানে একাধিক বড় ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশে প্রায় ৩৩,৫০০ পরিবার বিদ্যুৎবিহীন ছিল। ইউটিলিটি কোম্পানিগুলো বলছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশে জাপান সাগরের তৈয়ামা, ইশিকাওয়া এবং নিগাতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
BREAKING: Impact of 7.6 magnitude earthquake in central Japanpic.twitter.com/Kjsudzg6fo
— The Spectator Index (@spectatorindex) January 1, 2024
পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে। তবে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পকের অনেক রেকর্ড রয়েছে।
একে
