শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের সাবেক মন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img
ইসরায়েল ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে গাজায় (ফাইল ফটো)। ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের সাবেক মন্ত্রী নিহত হয়েছেন। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।

গাজা উপত্যকায় রোববারের হামলার সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক এ মন্ত্রী তার নিজ বাড়িতে ছিলেন। সেখানেই তিনি নিহত হন।


বিজ্ঞাপন


ওয়াফা নিউজ এজেন্সি ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক মন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধর্ম বিষয়ক মন্ত্রী ছিলেন।

আরও পড়ুন: ২০২৩ সালের আলোচিত ১০টি আন্তর্জাতিক ঘটনা

তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত। ইউসুফ সালামা ২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে হত্যার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


অপরদিকে জার্মানির রাজধানী বার্লিন শহরে বিভিন্ন দল ফিলিস্তিনি জনগণের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। ৭ অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকেই বার্লিনসহ জার্মানির অন্যান্য শহরেও ইসরায়েল-বিরোধী বিক্ষোভ চলে আসছে।

জার্মানি ছাড়াও ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য দেশে ফিলিস্তিনের সমর্থনে প্রতি সপ্তাহে নিজ নিজ দেশের জনগণ রাজপথে এসে সমবেত হচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আসছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২১,৮২২

জার্মানিতে বিভিন্ন জাতীয়তার লোকজন ফিলিস্তিনের সমর্থনে টানা ১২তম সপ্তাহের জন্য বার্লিনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করছে। তারা গাজার মজলুম ও নিপীড়িত জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মিছিল সমাবেশ করছে। বিক্ষোভকারীরা ইসরায়েলের অপরাধ এবং গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালানোর নিন্দা জানায়।

এছাড়া তারা ফিলিস্তিনি পতাকা হাতে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য স্লোগান দেয়। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিরও দাবি জানায় বিক্ষোভকারীরা। ফিলিস্তিনি জনগণের সমর্থনে জার্মানির জনগণের মতো ফ্রান্সের জনগণও রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেছে।

সূত্র : মিডল ইস্ট আই, আনাদোলু এজেন্সি, এএফপি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর