বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সবার আগে নিউজিল্যান্ড ও কিরিবাতিতে নববর্ষের উল্লাস শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

সবার আগে নিউজিল্যান্ড ও কিরিবাতিতে নববর্ষের উল্লাস শুরু
বিশ্বের সবচেয়ে দর্শনীয় নববর্ষের আতশবাজি প্রদর্শনীর জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে বিপুল সংখ্যক জনতা জড়ো হচ্ছে। ছবি: ইপিএ, বিবিসি

বিশ্বে সবার আগে নিউজিল্যান্ড ও কিরিবাতিতে নববর্ষের উল্লাস শুরু হয়েছে। টাইম জোনের হিসাবে এ দু’দেশই সবার আগে নববর্ষ শুরু হয়।

বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর আইকনিক স্কাই টাওয়ারে বার্ষিক প্রাণবন্ত আতশবাজি প্রদর্শনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির বাসিন্দারা এক ঘণ্টা আগে নতুন বছর শুরু করেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে স্বর্ণের দাম বৃদ্ধিতে নতুন রেকর্ড

এছাড়া আগামী কয়েক ঘণ্টায় সমগ্র বিশ্ব নববর্ষ উদযাপনে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে দর্শনীয় নববর্ষের আতশবাজি প্রদর্শনীর জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে বিপুল সংখ্যক জনতা জড়ো হচ্ছে।

8b0422bf-ee7b-4aa8-b2d8-7010f0b03fc4
ইন্দোনেশিয়ার জাকার্তায় নববর্ষের উল্লাস। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার সেতুও মধ্যরাতের আঁতশবাজির ঝলকানি ও লোক সমাগমের কেন্দ্র হয়ে উঠবে। সেখানে নতুন বছরকে বরণে আয়োজিত জমকালো অনুষ্ঠান বিশ্বের কোটি কোটি মানুষ দেখবেন বলে আশা করা হচ্ছে।


বিজ্ঞাপন


এরপর টোঙ্গা এবং সামোয়া নতুন বছরকে স্বাগত জানাবে। যুক্তরাষ্ট্রে নতুন বছর ২০২৪ সালকে বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার কর্তৃপক্ষ ও নববর্ষ উদযাপন আয়োজকরা নতুন বছরকে বরণে প্রস্তুত বেলে জানিয়েছেন। সেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও বাড়বে: জাতিসংঘ

ফ্রান্সেও বিভিন্ন আয়োজন ও উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হবে। এ বিষয়ে দেশটির গোয়েন্দা প্রধান সেলিন বার্থন বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মোতায়েন করে সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এক লাখের বেশি লোক লন্ডনের নববর্ষের প্রদর্শনী দেখতে পাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : বিবিসি, ইন্ডিয়া টুডে

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর