শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

৩০৩ ভারতীয়কে নিয়ে ফ্রান্সে ‘হঠাৎ’ অবতরণ বিমানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

৩০৩ ভারতীয়কে নিয়ে ফ্রান্সে ‘হঠাৎ’ অবতরণ বিমানের
প্রতীকী ছবি/সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে অবতরণ করানো হয়েছে ফ্রান্সের একটি বিমানবন্দরে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই বিমানে ছিলেন প্রায় ৩০৩ জনেরও বেশি ভারতীয়।

জানা গেছে, মানব পাচার রুখতেই আটক করা বিমানটিকে। ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রান্সের অপরাধ দমন শাখা জুনালকো। ওই বিমানটি রোমানিয়ার বিমান পরিবহণ সংস্থা লিজেন্স এয়ারলাইন্সের।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল কর্ণাটক

খবরে বলা হয়েছে, আমিরাত থেকে বিমানটি যাচ্ছিল নিকারাগুয়া। কিন্তু গন্তব্যের পৌঁছনোর আগেই বিমানটিকে ভ্র্যাট্রি বিমানবন্দরে নামানো হয়। যান্ত্রিক ত্রুটির কারণে বিমাটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হলেও স্থানীয় প্রশাসন বিমানটিকে শেষ পর্যন্ত আটকে দেয় মানব পাচার হচ্ছে এমন সন্দেহে।

ঘটনার তদন্তভার নিয়েছে ফ্রান্সের সংগঠিত অপরাধ বিরোধী শাখা জুনালকো। যাত্রীদের ভারতে ফেরত পাঠানো হবে কি না সেটি জানা যায়নি।

ফ্রান্সের ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, 'ফরাসি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দুবাই থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফরাসি বিমানবন্দরে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দূতাবাসের দল। জানা গেছে বিমানটিতে ছিলেন ৩০৩ জন ভারতীয় যাত্রী। আমরা পরিস্থিতি তদন্ত করছি। যাত্রীদের সুস্থতাও নিশ্চিত করার সব রকম ব্যবস্থা নিয়েছি।'


বিজ্ঞাপন


আরও পড়ুন: শিখ নেতা হত্যা ইস্যুতে ভারতের ‘সুর বদলের আভাস’ পাচ্ছেন ট্রুডো

প্যারিস সরকারের এক আইনজীবী জানিয়েছেন, বিমানটিকে ফ্রান্সের বিমানবন্দরে আটক করা হয় মানব পাচার সন্দেহের ভিত্তিতে।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের রিসেপশন এলাকাতে তাদের থাকার ব্যবস্থা করা হয়। যতটা সম্ভব যাতে তাঁদের সমস্যা না হয় সেটা দেখা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর