ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে।
গত একদিনে সেখানে আরও ২৯৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৪৯ হাজার ফিলিস্তিনি।
বিজ্ঞাপন
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘গাজা উপত্যকায় যাওয়ার জন্য কোনো নিরাপদ জায়গা নেই। কারণ মারাত্মক ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।’
অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি অভিযান বাড়ার সঙ্গে সঙ্গে আরও ধ্বংসযজ্ঞ বাড়ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, গাজার ৩৬ শতাংশ পরিবার এখন তীব্র ক্ষুধা নিয়ে বাস করছে।
ইসরায়েল ও লেবানন সীমান্তে সংঘাত পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। লেবানন সীমান্তে ইসরায়েল ও হামাসের মধ্যে দফায় দাফায় গোলাবর্ষণের ঘটনা ঘটছে। একে অপরের সামরিক উপস্থিতি লক্ষ্য করে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলি বাহিনী ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অবরোধ গাজার শিশুদের মৃত্যুদণ্ড দেওয়ার সামিল।
গত ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় হামাস ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়।
হামাসের হামলার পর ওইদিন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। হামাসের পক্ষ নেয় হিজবুল্লাহ। পরে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলে রকেট ও গোলা নিক্ষেপ শুরু করে হিজবুল্লাহ।
এমআর