বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

আদালতে সাবেক সেনাপ্রধান ও মার্কিন কর্মকর্তাদের চান ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ এএম

শেয়ার করুন:

আদালতে সাবেক সেনাপ্রধান ও মার্কিন কর্মকর্তাদের চান ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান- ফাইল ফটো/সংগৃহীত

আদালতে শুনানিতে সাবেক সেনাপ্রধান ও যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রতিনিধিকে চান পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ বিষয়ে সোমবার আবেদন জানিয়েছেন তিনি।

ইমরান খানের বিরুদ্ধে দেশের গোপন বিষয় ফাঁস করে দেওয়ার অভিযোগ রয়েছে। ইসলামাবাদের কাছে এক হাজত চত্বরের মধ্যে এই মামলার শুনানির সময় ইমরান খান এই তথ্য জানান। খবর ডনের


বিজ্ঞাপন


খবরে বলা হয়েছে, গুরুতর নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করে পাকিস্তান সরকার রাজধানীর কাছে ৭১ বছর বয়সী এই জনপ্রিয় রাজনীতিকের বিচার করতে বিশেষ একক বিচারকের আদালত তৈরি করেছে। অফিসিয়াল সিক্রেটস আইনে তার বিচার চলছে।

আরও পড়ুন: পিটিআইয়ের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান

সোমবারের বিচারপ্রক্রিয়ায় যোগ দিতে স্থানীয় সংবাদমাধ্যমের ছয় সাংবাদিককে অনুমতি দিয়েছিল জেল কর্তৃপক্ষ। জনগণ ও সংবাদমাধ্যমের জানার অধিকার সংক্রান্ত ফেডারেল আদালতের সাম্প্রতিক রায়কে উপেক্ষা করেই সেখানে বিদেশি কোনো সংবাদমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিচারপতিকে ইমরান খান বলেন, 'আমি (এই মামলায়) জেনারেল বাজওয়া ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করব। ডওনাল্ড লুর নির্দেশ মেনে সব কিছু করেছিলেন বাজওয়া।'


বিজ্ঞাপন


পাকিস্তানের সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট লুর প্রসঙ্গ টানেন ইমরান খান।

আরও পড়ুন: পাকিস্তানে সহায়তা স্থগিত চান মার্কিন আইনপ্রণেতারা

ইমরান খানের আইনি দলের সদস্য ইন্তিজার হুসাইন বলেন, 'আদালতে অবাধ শুনানির নামে' এই বিচারপ্রক্রিয়া কভার করতে কেবলমাত্র নির্বাচিত সাংবাদিক গোষ্ঠীকে অনুমতি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়াকে শুনানিতে যোগ দেওয়ার অনুমতি না দেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের নিন্দা করেন।

তিনি বলেন, আইনের সংজ্ঞা অনুযায়ী এটা কোনও উন্মুক্ত বিচার নয়। বর্তমান পরিস্থিতিতে ন্যায্য বিচার পাব বলে আমরা বিশ্বাস করি না।

১২ ডিসেম্বরে আদালত যখন আবার বিচার শুরু করবে তখন ইমরান খানকে অভিযুক্ত করা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর