শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ভারতের বনে মিললো বিরল কালো চিতাবাঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

ভারতের বনে মিললো বিরল কালো চিতাবাঘ
প্রতীকী ছবি- অনলাইন

ভারতের ওড়িশা রাজ্যের বনে মিলেছে কালো রঙের অত্যন্ত বিরল চিতাবাঘ। এ বিষয়টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছে ওই রাজ্যের বন বিভাগ।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের পূর্বাঞ্চলের এই রাজ্যে বাঘ-শুমারি চলাকালীন এই চিতাবাঘটি ক্যামেরায় ধরা পড়েছে। বাঘ রয়েছে এমন জঙ্গলগুলোতে ক্যামেরা লাগানো হয়েছিল। তার মধ্যে একটি জঙ্গলে লাগানো ক্যামেরাতে ধরা পড়ছে বিরল এই চিতাবাঘ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: উত্তরকাশী টানেলের শ্রমিকদের কাছে প্রথমে পৌঁছান মুন্না কুরেশি

1701323514_black-leopard
এই চিতাবাঘটিই ক্যামেরায় ধরা পড়েছে। ছবি: এক্স (সাবেক টুইটার)।

মুখ্য বন এবং বন্যপ্রাণী সংরক্ষক (পিসিসিএফ) সুশান্ত নন্দ তার এক্স হ্যান্ডলে বিরল এই কালোরঙা চিতাবাঘটির ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “বর্তমানে ওড়িশা রাজ্যে বাঘ-শুমারি চলছে, জঙ্গলে লাগানো একটি ক্যামেরায় ধরা দিয়েছে বিরল এই চিতাবাঘটি। এই শুমারিতে আরও অনেক আকর্ষণীয় অজানা বন্যপ্রাণীর ছবিও প্রকাশ্যে আসতে পারে।”

আরও পড়ুন: শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় গ্রেফতার


বিজ্ঞাপন


তবে এই চিতাবাঘটির ছবি কোন জঙ্গলে ধরা পড়েছে সেটি ওই প্রাণীটির নিরাপত্তার স্বার্থে প্রকাশ করেননি নন্দ। গত অক্টোবর থেকে বাঘ-শুমারি শুরু করেছে ওড়িশা সরকার। ময়ূরভঞ্জের সিমলিপাল বাঘ সংরক্ষণ কেন্দ্র এবং কেন্দুঝাড়ে এই শুমারির কাজ চালায় সরকার।

এর আগেও সিমলিপাল জাতীয় উদ্যানে কালো রঙের একটি বাঘ ক্যামেরায় ধরা পড়েছিল। এবার কালোরঙা বিরল এই চিতাবাঘ ক্যামেরায় ধরা পড়ায় প্রত্যাশা বাড়ছে রাজ্য বন দফতরে।

সূত্র : এবিপি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর