পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তানে এক তরুণীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবাকে আটক করা হয়েছে। দেশটির পুলিশ বলছে যে ওই তরুণী তথাকথিত "অনার কিলিং"-এর শিকার।
প্রত্যন্ত কোহিস্তানের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ বছর বয়সী ওই তরুণীকে গত সপ্তাহে তার বাবা ও চাচা গুলি করে হত্যা করে। উপজাতীয় নেতাদের নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটে।
বিজ্ঞাপন
ওই মেয়েটিকে একটি ভাইরাল ছবিতে একজন পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল, এরপর তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়। তবে ছবিটি ছিল ফটোশপ করা বা জাল ছবি।
আরও পড়ুন: পাকিস্তানের প্রেসিডেন্টকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টে আবেদন
পুলিশ বলছে, নিহত তরুণীর বাবাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তার চাচা পলাতক রয়েছে। তবে ওই মেয়েটির নাম প্রকাশ করেনি তারা।
অপরদিকে ওই ভাইরাল ছবিতে যে পুরুষটি ছিল - তাকেও হত্যার নির্দেশ দিয়েছিল উপজাতীয় নেতারা। এখন ওই ব্যক্তি সুরক্ষামূলক হেফাজতে রয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, ফটোশপ করা জাল ছবির কারণে আরও এক যুবতী এবং একজন যুবককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই ছবিটি ভাইরাল হওয়ার পরে তারা এ হুমকি পান।
পুলিশ আরও জানিয়েছে, ওই দুই ঘটনাতেই ছবিগুলো ছিল ফটোশপ করা। জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে তা পোস্ট করা হয়েছে বলে মনে হচ্ছে। কারা এ জাল ছবি তৈরির পিছনে ছিল - তা তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: এবার ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ
স্থানীয় কর্তৃপক্ষ, ওই যুবতীকে সুরক্ষামূলক হেফাজতে নিয়েছিল। কিন্তু আদালতের শুনানির পর তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
কারণ, আদালতে ওই তরুণী বলেছিল যে সে বাড়িতে তার প্রাণহানির (জীবন হারানোর) মতো কোনো ঝুঁকির সম্মুখীন হয়নি।
কোহিস্তান হচ্ছে উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পার্বত্য অঞ্চল। এটা একটি দুর্গম ও রক্ষণশীল এলাকা। সেখানে বেশ কয়েকটি অনার কিলিং"-এর ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যগুলো জানিয়েছে। পরিবারের সম্মান রক্ষার জন্য সাধারণত আত্মীয়রাই এসব হত্যাকাণ্ড চালায়।
সূত্র : বিবিসি
এমইউ