মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

গাজায় বন্দী নয়, অতিথি হয়ে ছিলাম: ইসরায়েলি নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলি মায়ের চিঠি
ড্যানিয়েল অ্যালোনি এবং তার মেয়ে এমিলিয়া (৫) অবরুদ্ধ গাজায় ৪৯ দিন ধরে জিম্মি ছিল। ছবি: টেলিগ্রাম

ড্যানিয়েল অ্যালোনি এবং তার মেয়ে এমিলিয়া (৫) অবরুদ্ধ গাজায় ৪৯ দিন ধরে জিম্মি ছিল। তারা মূলত ফিলিস্তিনি সংগঠন হামাসের হাতে বন্দী ছিলেন।

২৪ নভেম্বর এ ইসরায়েলি মা ও তার মেয়েকে হামাস এবং ইসরায়েলের মধ্যেকার একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর তারা তাদের আত্মীয়দের সঙ্গে পুনরায় মিলিত হয়েছিলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলিদের মারধর

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক বাহিনীর হাতে বন্দী থাকা ওই নারী তার প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য হামাস যোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। অ্যালোনি ও তার মেয়ে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই মুক্তি পান।

অ্যালোনি বন্দী থাকা অবস্থায় হিব্রু ভাষায় চিঠি লিখে হামাসের প্রতি কৃতজ্ঞতা জানান বলে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো খবর দিয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা তাদের সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করেছেন।

অ্যালোনি ছাড়া আরও যেসব ইসরায়েলি বন্দী হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছেন তারাও গাজায় বন্দী থাকা অবস্থায় সদ্ব্যবহার পাওয়ার কথা জানিয়েছেন। তারা বলেছেন, তাদেরকে গাজায় অতিথির মতো সেবা দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


17606141_0-99-1023-576
এমিলিয়া (৫)। ছবি: রয়টার্স

এছাড়া হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার সময় ইসরায়েলি বন্দীদেরকে হাসিমুখে হামাস যোদ্ধাদের কাছ থেকে বিদায় নিতে দেখা গেছে। অ্যালোনি হামাসকে ধন্যবাদ জানিয়ে চিঠিটি বন্দী অবস্থায় লিখলেও মুক্তি পাওয়ার পর - তিনি এর উল্টোটা প্রমাণিত হয় এমন কোনো বক্তব্য দেননি।

তিনি আল-কাসসাম যোদ্ধাদেরকে অন্তরের অন্তঃস্তল থেকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আপনারা আমার মেয়ে এমিলিয়ার সঙ্গে অসাধারণ মানবিক আচরণ করেছেন। আপনারা তাকে আপনাদের নিজেদের মেয়ের মতো করে ভালোবেসেছেন।” 

তিনি আরও লিখেছেন, তার ও তার মেয়ের সঙ্গে হামাস যোদ্ধারা যে সদয় আচরণ করেছেন - তাতে তিনি গাজায় নিজেকে একজন রানি হিসেবে অনুভব করেছেন এবং তার কাছে মনে হয়েছে তিনি সবার মধ্যমণি হয়ে উঠেছেন।

আরও পড়ুন: ৩ ফিলিস্তিনি ছাত্রকে গুলি: এক মার্কিন ব্যক্তি অভিযুক্ত

অ্যালোনি হামাসের প্রতি সমবেদনা জানিয়ে তার চিঠিটি শেষ করেছেন এই বলে যে "আপনারা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন - বিশেষ করে গাজায় যে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন তা সত্ত্বেও আপনারা সদয় আচরণ করেছেন। এ বিষয়টি আমি মনে রাখব।

তিনি আরও বলেন, আমার আশা - যদি আমরা পৃথিবীতে সত্যিকারের ভালো বন্ধু হতে পারতাম। তিনি গাজাবাসীকে শুভকামনা জানিয়ে বলেন, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। 

ড্যানিয়েল এবং এমিলিয়া অ্যালোনি ২৪ নভেম্বর হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির মধ্যে ছিলেন। জিম্মি হওয়ার আগে তারা দক্ষিণ ইসরায়েলের কিবুতজ নির ওজে ড্যানিয়েলের বোন এবং তার পরিবারের সঙ্গে দেখা করছিলেন।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর