মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাপানে ছড়াচ্ছে বার্ড ফ্লু, মেরে ফেলা হবে ৪০ হাজার মুরগী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

জাপানে ছড়াচ্ছে বার্ড ফ্লু, মেরে ফেলা হবে ৪০ হাজার মুরগী
প্রতিনিধিত্বমূলক ছবি- সংগৃহীত

জাপানে চলতি মৌসুমে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে প্যাথোজেনিক এইচ-৫ শ্রেণীভুক্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। দেশটির দক্ষিণাঞ্চলের একটি খামারে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে অন্তত ৪০ হাজার মুরগীকে মেরে ফেলা হবে।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় সাগা এলাকার একটি পোলট্রি ফার্মের প্রায় ৪০ হাজার মুরগি নিধন করবে স্থানীয় প্রশাসন। 


বিজ্ঞাপন


জাপানের রাষ্ট্রী সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভাইরাসের বিস্তার রোধে করণীয় কি হতে পারে তা নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার খামারে কিছু হাঁস-মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। এরপরই জিনগত পরীক্ষার মাধ্যমে ভাইরাসটিকে শনাক্ত করা হয়।

সাম্প্রতিক বছরগুলিতে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে যার ফলে লক্ষ লক্ষ পাখিকে মেরে ফেলা হয়।

জাপানেই গত মৌসুমে ১ কোটি ৭৭ লাখ হাঁস-মুরগি মেরে ফেলা হয়েছে। এখন যেন এটি সেই আকার নিতে না পারে এজন্য কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা নিতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে ২০২০ সালে জাপানে ব্যাপকহারে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। ওই সময় দেশটিতে ৯৯ লাখের বেশি মুরগি এতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।

ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জাপানে মুরগির খাবারের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বার্ড ফ্লুর সংক্রমণ। এর প্রভাব পড়েছে বাজারে। দেশটিতে মুরগি ও ডিম—দুটোরই দাম এখন বাড়তির দিকে। এই পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জাপানের পোল্ট্রি খাতের খামারিরা।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর