করোনার পর এবার চীনে নিউমোনিয়ার সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে সম্প্রতি স্কুল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক রহস্যজনক রোগ। এই রোগের উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। আক্রান্ত শিশুদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে। রোগটিকে 'অজানা নিউমোনিয়া' বলে উল্লেখ করা হয়েছে। এই 'অজানা নিউমোনিয়া' নিয়ে চীনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত সরকার।
মূলত শিশুরাই অসুস্থ হচ্ছে এতে। ইনফ্লুয়েঞ্জার মতো এই 'অজানা নিউমোনিয়া' ভারতেও ছড়িয়ে পড়বে না তো? এই প্রশ্নের জবাবে বিবৃতি প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রলালয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চীনা নৌবাহিনীর আচরণ বিপজ্জনক ছিল: অস্ট্রেলিয়া
তাতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত চীনের 'অজানা নিউমোনিয়া' ভারতে ছড়িয়ে পড়ার কোনো লক্ষ্মণ নেই। চীনা শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া ফুসফুসের সংক্রমণ ও এইচ৯এন২ সংক্রমণের ওপরে কড়া নজর রাখা হচ্ছে।
এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রলালয়ের পক্ষ থেকে জানানো হয়, চীনে শিশুদের ফুসফুসে সংক্রমণ ও বার্ড ফ্লু সংক্রমণ পরিস্থিতির ওপরেও নজর রাখা হচ্ছে। ভারতে এই দুই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে বর্তমান পরিস্থিতির ওপরে নজর রেখে ভারত যেকোনো পরিস্থিতির সঙ্গেই লড়াই করতে প্রস্তুত।
১২ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে করে চীনের ন্যাশনাল হেলথ কমিশন সম্ভবত প্রথমবারের মতো বাড়তে থাকা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিল। হাসপাতালগুলোতে অজানা নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে বলে দাবি করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারতে টানেলে আটক শ্রমিকদের উদ্ধারকাজ শেষ ধাপে
জানা গেছে, অজানা রোগে আক্রান্তদের জ্বর হচ্ছে, ফুসফুসে সংক্রমণ দেখা দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তবে মূলত শিশুদেরই এই রোগ হচ্ছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে সেভাবে ছড়াচ্ছে না রোগটি। তবে এ রোগে এখনও পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর কোনো খবর আসেনি বলেই জানা গেছে।
এই অজানা রোগে আক্রান্ত হওয়া শিশুদের জ্বর হচ্ছে, ফুসফুসে সংক্রমণ দেখা দিচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। তবে কাশি হচ্ছে না আক্রান্ত শিশুদের। প্রাপ্তবয়স্কদের মধ্যে সেভাবে ছড়াচ্ছে না এই রোগ।
বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানানো হয় জনস্বাস্থ্যের দিকে জোর দিতে 'ওয়ান হেলথ' জাতীয় সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর কথা ভাবছে তারা।
সূত্র : জি নিউজ
এমইউ

