রাশিয়া সফরে গেছে হামাসের প্রতিনিধিদল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য মস্কোতে পৌঁছেছে।
রাশিয়া বলেছে, “এই ইসরায়েল-ফিলিস্তিন সংকট দ্রুত সমাধানে... গুরুত্বপূর্ণ ব্যক্তিদের” সঙ্গে আলোচনা করছে তারা।
বিজ্ঞাপন
হামাসের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক আছে। হামাসের সদস্যরা নিয়মিত মস্কোতে যাতায়াত করেন। কিন্তু গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ‘আল-আকসা স্ট্রম” অভিযানের পর থেকে এটি তাদের প্রথম সফর।
রাশিয়ার সংবাদ মাধ্যম আরআইএ নভোস্টি জানিয়েছে, এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক, যিনি কাতারের দোহায় বাস করেন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে দেখা যায় তিনি রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগডানভের সঙ্গে সাক্ষাৎ করছেন।
কিন্তু ইসরায়েল বলছে, হামাসের জ্যেষ্ঠ নেতারা ১৪০০ ইসরায়েলি হত্যায় জড়িত। তারা রাশিয়াকে এই হামাস প্রতিনিধিদলকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
অবশ্য ইসরায়েলের আহ্বান রাশিয়ার ওপর কোনো প্রভাব ফেলেনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীও মস্কোতে রয়েছেন। ইরান ইসরায়েলের প্রধান শত্রু এবং হামাসের দীর্ঘ দিনের সমর্থক। কিন্তু, এই গোষ্ঠীটি রাশিয়ার সঙ্গেও গভীর সম্পর্ক গড়ে তুলেছে।
ক্রেমলিন আরও বলেছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সফরও আসন্ন।
সূত্র : বিবিসি
এমইউ