শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

হাসপাতালের পর এবার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ০১:২৭ এএম

শেয়ার করুন:

হাসপাতালের পর এবার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৮
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

টেলিগ্রামে একটি পোস্টে মন্ত্রণালয় বলেছে, ক্যাম্পের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


এর আগে গত ৯ অক্টোবরও জাবালিয়া ক্যাম্পে ইসরায়েল বিমান হামলা চালায়।  

জানা গেছে, প্রায় দেড় বর্গকিলোমিটার আয়তনের এই ক্যাম্পে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার। গাজা উপত্যকার ৮টি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় এই ক্যাম্পে ২৫টি স্কুল আছে।

১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর দক্ষিণ ফিলিস্তিনের গ্রাম থেকে পালিয়ে আসা ২৫ হাজার শরণার্থীর এই ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর