শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

হামাসের হাতে বন্দী ১৯৯ জন: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

হামাসের হাতে বন্দী ১৯৯ জন: ইসরায়েল
গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা। ছবি: রয়টার্স

হামলা চালিয়ে হামাস ১৯৯ ইসরায়েলিকে বন্দী করেছে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সেনাবাহিনী এমন তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, আমরা এখন পর্যন্ত ১৯৯ জন অপহরণ হওয়ার খবর জানতে পেরেছি। এর আগে ইসরায়েল জানিয়েছিল, গত ৭ অক্টোবর হামাস হামলা চালিয়ে ১৫৫ জনকে অপহরণ করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চান ভারতীয়রা!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২,৭৫০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৯ হাজার ৭০০ জনের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। সর্বাত্মক অবরোধের মধ্যে পড়া গাজায় মৃতদেহ রাখার ব্যাগের সংকট দেখা দিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে পৌঁছেছে। সেখানে আহত হয়েছেন ১২৫০ জন। খবর রয়টার্স ও আনাদুলু এজেন্সির


বিজ্ঞাপন


জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা বলেছে, গাজায় মৃতদেহ রাখার জন্য পর্যাপ্ত বডি-ব্যাগ নেই।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরাইলের সর্বাত্মক অবরোধ আরোপের কারণে হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জ্বালানি। আর মাত্র ২৪ ঘণ্টারমতো জ্বালানি মজুত আছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

আরও পড়ুন: দারিদ্র্যসীমায় ১০ কোটি, পাকিস্তানকে সতর্ক করল বিশ্বব্যাংক

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্ব সংস্থাটির মানবিক দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেনারটরের ব্যাপকআপ না থাকায় হাজার হাজার রোগীর জীবন চরম ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।’

এদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজারের বেশি ইসরায়েলি।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর