রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসরায়েলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের আটক করেছে হামাস!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের আটক করেছে হামাস!
গাজা অঞ্চলের জন্য নিযুক্ত সাবেক প্রধান ইসরায়েলি সেনা-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিমরোদ আলুনি। ছবি: আজারবাইকান-২৪

ইসরায়েলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের আটক করেছে হামাস। ফিলিস্তিনি সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরি এ দাবি করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের সেনাবাহিনীর "ঊর্ধ্বতন কর্মকর্তাদের" আটক করা হয়েছে।  সালেহ আল-আরোরি মধ্যপ্রাচ্যের আল-জাজিরা আরবি চ্যানেলকে বলেছিলেন যে "আমাদের হাতে যত ইসরায়েলি বন্দী আছে তা ওই দেশটিতে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করবে। এর মাধ্যমে তিনি মূলত ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, আমরা দখলদার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আটক করেছি। আল-আরোরি আরও বলেন, এখানে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অনেক ইসরায়েলিও মারা গেছে। একই সঙ্গে অনেকে বন্দীও হয়েছে। যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, হামাস গাজায় ইসরায়েলি স্থল আগ্রাসন মোকাবেলা করতে প্রস্তুত।

এদিকে ইরানের "হামশাহরি" ওয়েবসাইট বলেছে, ফিলিস্তিনি সূত্রের খবরে জানা গেছে আজকের ফিলিস্তিনি সংগ্রামীদের অভিযানে গাজা অঞ্চলের জন্য নিযুক্ত সাবেক প্রধান ইসরায়েলি সেনা-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিমরোদ আলুনি হামাসের যোদ্ধাদের হাতে বন্দী হয়েছেন। 

একটি ছবিতে দেখা গেছে এই জেনারেলকে মাটির ওপর শোয়ানো অবস্থায় টেনে নিয়ে যাচ্ছেন হামাসের যোদ্ধারা। ফিলিস্তিন সীমান্তের কাছেই ছিল নিমরোদ আলুনির বাসভবন। 


বিজ্ঞাপন


সূত্র : বিবিসি, আজারবাইকান-২৪

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর