রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হামাস যোদ্ধাদের ‘আল-আকসা স্ট্রম’ অভিযানে লণ্ডভণ্ড ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

হামাস যোদ্ধাদের ‘আল-আকসা স্ট্রম’ অভিযানে লণ্ডভণ্ড ইসরায়েল
ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছ হামাস। ছবি: রয়টার্স, বিবিসি

হামাস যোদ্ধাদের ‘আল-আকসা স্ট্রম’ নামের সামরিক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীসহ দেশটির সীমান্ত এলাকায় বসতি স্থাপনকারীরা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইসরায়েলের তেল আবিব, আশদোদসহ অধিকৃত অঞ্চলে আজ (শনিবার) সকালে পাঁচ হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছ হামাস।

দ্যা টাইমস অব ইসরায়েল সংবাদপত্রের মতে, ‘আল-আকসা স্ট্রম’ অভিযানে অন্তত ১০০ ইসরায়েলি নিহত এবং আট শ’ আহত হয়েছে। মিডিয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। স্থল, আকাশ এবং সমুদ্র থেকে একযোগে ওই অভিযান চালানো হয়েছে। হামাস অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাঁচ হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে। হামাস দাবি করেছে যে অনেক ইসরায়েলি সেনা গ্রেফতার হয়েছে।


বিজ্ঞাপন


ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সমুদ্র, স্থলপথ এবং প্যারাগ্লাইড করে ফিলিস্তিনি অস্ত্রধারীরা ইসরায়েলে ঢুকে পড়েছে।

গাজা উপত্যকা থেকে এক আকস্মিক হামলা চালানোর পর, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক ডজন বন্দুকধারী দক্ষিণ ইসরায়েলের ঢুকে এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি অস্ত্রধারীরা ইসরায়েলের শহর সদেরতের রাস্তায় ইসরায়েলিদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করছে।

এছাড়া অনলাইনে আরেক ভিডিওতে দেখা যাচ্ছে সদেরতের রাস্তায় একদল সশস্ত্র ফিলিস্তিনি নিজেদের কালো পোশাকে ঢেকে পিক আপ ট্রাকে করে যাচ্ছে। এছাড়া তাদের ইসরায়েলি সৈন্যের সঙ্গেও গুলি বিনিময় করতে দেখা যায়। গাজা থেকে এই শহরের দূরত্ব মাত্র এক মাইল।


বিজ্ঞাপন


ইসরায়েল ডিফেন্স ফোর্স – আইডিএফ জানিয়েছে তারা এখন যুদ্ধাবস্থায় রয়েছে এবং কয়েক ডজন যুদ্ধবিমান গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আকাশ পথে হামলা চালাতে যাচ্ছে।

ইহুদীদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সুকত শেষ হবার পরপরই শনিবার ভোর থেকে হামাস নিয়ন্ত্রিত গাজা অঞ্চল থেকে রকেট হামলা শুরু হয়। হামাস মিডিয়ার মাধ্যমে এক সিনিয়র সেনা কমান্ডার ইসরায়েলের বিরুদ্ধে এই অপারেশন শুরুর ঘোষণা দেন, তিনি প্রত্যেক ফিলিস্তিনিকে সবখানে থেকে যুদ্ধে নামার আহবান জানান।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি টিভি চ্যানেল রেশেত থার্টিন প্রতিবেদন করেছে যে ফিলিস্তিনি যোদ্ধারা দক্ষিণের শহর ওফাকিমে ইসরায়েলিদের বন্দ্বী করে রেখেছ।

সামাজিক মাধ্যমে এ খবর আগেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অসমর্থিত কিছু ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনিরা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ধরে মোটর বাইকে করে গাজার দিকে বন্দী অবস্থায় নিয়ে যাচ্ছে।

তবে হামাসের এক মুখপাত্র আল জাজিরাকে জানান, "তারা হোস্টেজ নয় বরং যুদ্ধ বন্দ্বী।"

ইসরায়েলি কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনেও কোনো মন্তব্য করেনি।

বিবিসি নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার মনে করেন ইসরায়েলের সামনে এখন দু’টি উপায় খোলা রয়েছে। একটা হলো বিশেষ উদ্ধার আভিযানে নামা অথবা অপেক্ষা করা এবং সমঝোতায় আসা। কিন্তু দুই দিকেই ঝুঁকি রয়েছে।

এরইমধ্যে হামাসের সামরিক অংশ, দ্যা কাসিম ব্রিগেড একটা ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে অন্তত তিনজন ইসরায়েলিকে বেসামরিক পোশাকে বন্দ্বী অবস্থায় রেখেছে তারা এবং দাবি করা হয়েছে এই তিনজন ইসরায়েলি সৈন্য।

অন্যদিকে গাজায় সক্রিয় ইসলামিক জিহাদ গ্রুপও দাবি করেছে তারা 'অসংখ্য' ইসরায়েলি সৈন্যদের বন্দী করেছে।

সূত্র : বিবিসি, দ্যা টাইমস অব ইসরায়েল

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর