হামাস আজ সকাল থেকে যে অপারেশন ‘আল-কুদস ফ্লাড’ শুরু করেছে তাতে ইসরায়েলের অন্তত একটি মারকাভা ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ইসরায়েলি সেনা গ্রেফতার করেছে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা।
হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিযানে এ পর্যন্ত ইসরায়েলের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হামাসের হামলায় ২২ ইসরায়েলি নিহত, নেতানিয়াহুর যুদ্ধ ঘোষণা
ফিলিস্তিনের কয়েকটি সূত্র বলছে, অভিযানে এ পর্যন্ত কয়েকজন ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়েছে। এছাড়া, গাজা উপত্যকাকে বিভক্তকারী ইসরায়েলি দেয়ালের পাশে একটি মারকাভা ট্যাংককে আগুনে জ্বলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- ওই ট্যাংকের ওপর কয়েকজন ফিলিস্তিনি তরুণ আনন্দ প্রকাশ করছে।
ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই ট্যাঙ্কে যেসব সেনা ছিল তাদেরকে আটক করে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, তিনি রিজার্ভ সেনা তলবের নির্দেশ দিয়েছেন এবং সরকার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: কেন ইসরায়েলে প্রবেশ করেছে ফিলিস্তিনি বন্দুকধারীরা?
এদিকে হামাস ফিলিস্তিনের সমস্ত প্রতিরোধ সংগঠনকে এই যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। এরইমধ্যে এই আহবানে সাড়া দিয়ে ইসলামী জিহাদ আন্দোলন যুদ্ধে জড়িয়ে পড়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর, আল-জাজিরা, টুইটার (এক্স)
এমইউ