সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টকশোতে দুই নেতার ব্যাপক মারামারি! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ এএম

শেয়ার করুন:

টকশোতে দুই নেতার ব্যাপক মারামারি! (ভিডিও)
ছবি ভিডিও থেকে নেয়া

টকশোতে স্বাভাবিক ভাবেই প্রতিপক্ষকে কথা দিয়ে ধরাশায়ী করতে চান আলোচকরা। তবে এবার ঘটল ভিন্ন ঘটনা। প্রতিপক্ষ দুই নেতা টকশো চলাকালীন ব্যাপক মারামারিতে জড়িয়ে পড়েন। এই ঘটনা পাকিস্তানের।

ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানে টেলিভিশনে চলছিল রাজনৈতিক টক শো। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছিল। হঠাৎই দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি।


বিজ্ঞাপন


সম্প্রতি এক টকশোতে এমন হাতাহাতিতে জড়িয়ে পড়েন পিটিআই চেয়ারম্যান ইমরান খানের আইনজীবী শের আফজাল খান মারওয়াত ও পিএমএল-এনের সিনেটর আফনান উল্লাহ খান। দুই নেতাই টক শোতে ওই মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পাকিস্তানে দুর্নীতির শীর্ষে পুলিশ: জরিপ

 টক শোতে ইমরানের আইনজীবী ও পিএমএল-এনের সিনেটরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছিল। পরস্পরকে গাল দিচ্ছিলেন তারা। একপর্যায়ে হঠাৎ মারওয়াত সিনেটরকে আক্রমণ করে বসেন। প্রথমে দুই নেতা একে অপরকে ধাক্কা মারেন। তারপর তারা পরস্পরকে চড় এবং শেষে ঘুসি মারতে থাকেন। অবস্থা বেগতিক দেখে শেষে টক শোর উপস্থাপক দুজনকে আলাদা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ সিনেটর আফনান লেখেন, মারওয়াত তাকে প্রথম আক্রমণ করেন। পাশাপাশি লেখেন, সহিংসতায় বিশ্বাস না করলেও তিনি নওয়াজ শরিফের সেনা।


বিজ্ঞাপন


সিনেটর লেখেন, মারওয়াতকে আমি যে মার দিয়েছি, তা সব পিটিআই নেতাকর্মী, বিশেষ করে ইমরান খানের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। কারও সামনে তারা মুখ দেখাতে পারবে না। বড় সানগ্লাস পরে রাস্তায় বেরোতে হবে তাদের।

অন্যদিকে মারওয়াত আরেকটি পোস্টে দাবি করেন, ওই অপ্রীতিকর ঘটনা নিয়ে টকশোর উপস্থাপক ভুয়া তথ্য ছড়াচ্ছেন।

এক্সে নিজের পোস্টে মারওয়াত লেখেন, তিনি গুজব ছড়াচ্ছেন, আমার প্রতিপক্ষ নাকি সুপারম্যান ছিলেন। তিনি সত্যি কথাটা বলছেন না। আসল সত্যিটা হচ্ছে, আফনান উল্লাহ স্টুডিও থেকে পালিয়ে পাশের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন। পরে তার অনুষ্ঠান দেখার পর আমি বিষয়টি জানতে পারি।

আরও পড়ুন: পাকিস্তানে তীব্র হচ্ছে বিদ্যুৎ-গ্যাস সংকট

সিনেটরের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা করার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।

পাকিস্তানে অবশ্য টক শোতে এরকম মারামারির ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও টক শোতে সাবেক পিপিপি আইনপ্রণেতা আবদুল কাদির এবং তৎকালীন পিটিআই নেতা ড. ফিরদৌস আশিক আওয়ান মারামারিতে জড়িয়ে পড়েন।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর