সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউক্রেনের ৩ অঞ্চলে রুশ ড্রোন হামলা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

ইউক্রেনের ৩ অঞ্চলে রুশ ড্রোন হামলা 
ড্রোন (ফাইল ফটো)। ছবি: আল-জাজিরা

ইউক্রেনের তিনটি অঞ্চলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ব্যাপক রুশ হামলার বিশদ বিবরণও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে সেপ্টেম্বরে এটা রাশিয়ার সবচেয়ে বড় আক্রমণ। 

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ, ওডেসা এবং মধ্য ইউক্রেনের কিরোভোহরাদে ড্রোন হামলা হয়েছে। সেখানে কিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে রুশ ড্রোন। তবে এখনও ক্ষয়-ক্ষতির বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: হামলায় রুশ নৌ-কমান্ডারসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের

কিরোভোহরাদের গভর্নর অ্যান্ড্রি রাইকোভিচ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ব্যাপক রুশ ড্রোন হামলার কারণে আমাদের জন্য এটা ছিল একটি কঠিন রাত। এ অঞ্চলে কিছু শাহেদ ড্রোন ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, রুশ ড্রোনগুলো কিরোভোহরাদের বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বেসামরিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন: রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি প্রেসিডেন্ট!


বিজ্ঞাপন


ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার এই অঞ্চলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে বলেছেন যে রুশ হামলায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে একটি বিধ্বস্ত শাহেদের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ফলে শুকনো ঘাসে আগুন লেগেছিল।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার পূর্ণাঙ্গ হামলা শুরুর পর প্রায় ৯০টি রুশ ফিক্সড-উইং বিমান ধ্বংস হয়েছে।

সূত্র : আল-জাজিরা

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর