সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২ ছাত্রের হত্যাকাণ্ডে আবারও অশান্ত মনিপুর, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

২ ছাত্রের হত্যাকাণ্ডে আবারও অশান্ত মনিপুর, আহত ৫০
ভারতের মনিপুর রাজ্য আবারও অশান্ত হয়ে উঠেছে। ছবি: পিটিআই

দুই ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের মনিপুর রাজ্য আবারও অশান্ত হয়ে উঠেছে। ওই দুই শিক্ষার্থীকে অপহরণ করে হত্যার ঘটনার তদন্তে বুধবার মণিপুর যাচ্ছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ হত্যাকাণ্ডের ঘটনার পর সংঘর্ষের ফলে ৫০ জন আহত হন। 

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগরের নেতৃত্বাধীন দল বিশেষ বিমানে করে বুধবার ইম্ফল পৌঁছবে। এই ঘটনার তদন্তভার আগেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে এন বীরেন সিংহের সরকার।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জাতিসংঘে গিয়ে যেভাবে কানাডার সমালোচনা করলো ভারত 

কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত হয়ে আছে দেশটির উত্তর-পূর্বের এই রাজ্যটি। সম্প্রতি বহু মানুষের মৃত্যু হয়েছে মণিপুরে। গত সোমবার দুই ছাত্রের লাশের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে।

বিভিন্ন সূত্রের খবর অনুসারে, গত ৬ জুলাই থেকে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ ছিল বলে জানা গেছে। ছবিতে দেখা গেছে, দুই সশস্ত্র আততায়ীর সঙ্গে বসে রয়েছে দুই ছাত্র। অন্য একটি ছবিতে দেখা গেছে, তাদের লাশ পড়ে রয়েছে। এনডিটিভি সূত্রে জানা গছে, ওই দুই শিক্ষার্থীর লাশ এখনও উদ্ধার করা হয়নি। ওই দুই শিক্ষার্থীকে শেষবার দেখা গিয়েছিল বিষ্ণুপুর জেলায়। অভিযোগ আছে যে ওই দুই ছাত্রকে অপহরণ করে খুন করা হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে মণিপুর সরকার। এক্স হ্যান্ডলে (টুইটার) মণিপুরের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই যে অপরাধীদের ধরতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে।’’ দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান বীরেন সিংহ।


বিজ্ঞাপন


অন্যদিকে, দুই ছাত্রকে খুনের ঘটনা ঘিরে আবার অশান্ত হয়ে উঠেছে মণিপুর। এই ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষের ঘটনায় ইম্ফলে প্রায় ৫০ জন ছাত্র আহত হয়েছেন।

আরও পড়ুন: শিখ নেতাকে হত্যার পর মুসলিম কানাডিয়ানদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ

এর আগে, মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। গত ৪ মে ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কঙ্গপোকপি জেলায় দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ আছে। তাদের গণধর্ষণ করা হয় বলেও দাবি করা হচ্ছে। কিছু দিন আগে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

২৬ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় নিন্দায় সরব হয় দেশটির নানান মহল। তার পরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। মণিপুরে শান্তি ফেরাতে ভারতের কেন্দ্রীয় সরকার ব্যর্থ বলে দাবি করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে ওই ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল পড়ে যায়। 

সূত্র : এবিপি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর