শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ফাইল ফটো)। ছবি: আনাদোলু এজেন্সি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা! সম্প্রতি এমন অভিযোগ উঠেছে। কিন্তু, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

উত্তর কোরিয়ার সৈন্যদের ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার 'বাজে' গুজব উড়িয়ে দিয়ে পুতিন বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য উত্তর কোরিয়া তার সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে বলে যে বাজে গুজব উঠেছে, তা মূলত একটি মিথ্যা অভিযোগ।’

আরও পড়ুন: রাশিয়ান হীরা নিষিদ্ধ করবে ৭টি শক্তিশালী দেশ


বিজ্ঞাপন


বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দ্র লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পরে সোচিতে একটি সংবাদ সম্মেলনে পুতিন বলেছিলেন যে রাশিয়ার যথেষ্ট সংখ্যক নিজস্ব যোদ্ধা রয়েছে। যুদ্ধ ও সামরিক অভিযানের জন্য বাইরে থেকে লোকদের আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আবার জোর দিয়ে বলতে চাই যে (রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য) তিন লাখ মানুষ চুক্তিতে স্বাক্ষর করেছে এবং স্বেচ্ছাসেবক হিসেবে এসেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের রাশিয়া সফর এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে - এমন পশ্চিমা মূল্যায়নের বিষয়ে মন্তব্য করে পুতিন বলেন, "বিশ্বের সবচেয়ে বড় হুমকি আজকের শাসকগোষ্ঠীর দ্বারা তৈরি।"

তিনি বলেন, ‘তারা নিজেরাই এই কথা বলে। বেশ কয়েক বছর আগে একজন সাবেক (মার্কিন) প্রতিরক্ষা সচিব জনাব (রবার্ট) গেটস বলেন, আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি সেই অঞ্চল থেকে এসেছে, যেখানে ক্যাপিটল বা হোয়াইট হাউস অবস্থিত।’

আরও পড়ুন: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যুদ্ধবিমান কারখানায় কিম


বিজ্ঞাপন


রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অতএব আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে এটি সম্পূর্ণ বাজে কথা যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা।’ 

তিনি আরও বলেন, ‘(উত্তর) কোরিয়া আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদেরকে অবশ্যই প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে।’

সূত্র : ইয়েনি শাফাক

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর