মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

লিবিয়ায় ভয়াবহ বন্যা: লাশ উদ্ধার করতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

লিবিয়ায় ভয়াবহ বন্যা: লাশ উদ্ধার করতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা
লিবিয়ায় ভয়াবহ বন্যার চিত্র। ছবি: বিবিসি

আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ বন্যার পর উদ্ধারকারীরা লাশ উদ্ধার করতে হিমশিম খাচ্ছে। তারা জানিয়েছেন, সুনামির মতো বন্যার পানিতে সাগরে ভেসে গেছে ক্ষতিগ্রস্তদের মৃতদেহ। 

দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ শহর দেরনায় অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের মতে কমপক্ষে ২,৩০০ জন নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার ড্যানিয়েল নামে একটি ঝড় আঘাত হানলে দেরনায় দু’টি বাঁধ এবং চারটি সেতু ভেঙে পড়ে। এছাড়া শহরের বেশিরভাগ অংশ ডুবে যায়।

আরও পড়ুন: চারদিকে ছড়ানো মৃতদেহ, লিবিয়ায় বন্যায় মৃত্যু তিন হাজার

রেড ক্রিসেন্ট বলছে, প্রায় ১০ হাজার লোক নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিসরসহ বেশ কিছু দেশ থেকে সাহায্য আসতে শুরু করেছে। কিন্তু লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতির কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে। কারণ, দেশটি দু’টি প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে।


বিজ্ঞাপন


পানির স্রোতে অসংখ্য গাড়ি অসহায়ভাবে ভেসে চলছে।

যুক্তরাষ্ট্র, জার্মানি, ইরান, ইতালি, কাতার ও তুরস্ক বলেছে যে তারা সাহায্য পাঠিয়েছে এবং আরও সাহায্য পাঠাতে প্রস্তুত।

রোববার রাতের দিকে রেকর্ড করা ভিডিও ফুটেজে দেখা গেছে যে শহরের বন্যার পানি একটি নদী দিয়ে বয়ে চলেছে। আর পানির স্রোতে অসংখ্য গাড়ি অসহায়ভাবে ভেসে চলছে।

আরও পড়ুন: স্বাধীন খালিস্তানের দাবিতে কানাডায় গণভোট, ক্ষুব্ধ ভারত

স্থানীয়রা জানান, বন্যার পানি অনেক মানুষকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেছে। অন্যরা বেঁচে থাকার জন্য ছাদে অবস্থান করছেন।

লিবিয়ার পূর্বাঞ্চলের হিশাম চকিউয়াত বলেছেন, আমি যা দেখেছি তাতে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এটা একটি সুনামির মতো।

সূত্র : বিবিসি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর