মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

১৬১ আরোহী নিয়ে শস্যখেতে রাশিয়ার বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

১৬১ আরোহী নিয়ে শস্যখেতে রাশিয়ার বিমান
শস্যখেতে জরুরি অবতরণ করেছে একটি রাশিয়ান বিমান। ছবি: রয়টার্স

প্রযুক্তিগত কারণে মঙ্গলবার সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের শস্যখেতে জরুরি অবতরণ করেছে একটি রাশিয়ান বিমান। এটি রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের বিমান। এ ঘটনায় কেউ হতাহত হননি। বার্তা সংস্থা তাস এ তথ্য দিয়েছে।

জরুরি অবতরণের সিদ্ধান্তটি বিমানের ক্রুরাই নিয়েছিলেন। রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্টের মতে, জাহাজটিতে ১৫৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। এখন যাত্রীদের কাছাকাছি একটি জনসংখ্যা কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে।


বিজ্ঞাপন


বিমানটি নোভোসিবিরস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮০ কিলোমিটার দূরে একটি মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হাইড্রলিক্সের ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরটি বলছে, ইউরাল এয়ারলাইন্সের এই ফ্লাইটে ২৩ শিশুসহ ১৭০ জন লোক ছিল। প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জরুর অবতরণের ঘটনায় যাত্রী বা ক্রুদের কেউই গুরুতর আহত হননি। কর্তৃপক্ষ বলেছে, বিমানটি অবতরণ করার পরে প্লেনের বডিতে কোনও ফাঁটল বা ভাঙন দেখা দেয়নি এবং আগুনও ধরে যায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ায় কিম জং উন

শস্যখেতে অবতরণের পর জরুরি স্লাইড ব্যবহার করে সবাই নিরাপদে বিমানটি থেকে বাইরে বেরিয়ে আসেন।


বিজ্ঞাপন


রুশ এই সংবাদমাধ্যমটি বলছে, একাধিক টেলিগ্রাম চ্যানেল ঘটনাস্থল থেকে ওই বিমানের ছবি শেয়ার করেছে। এসব ছবিতে অবতরণের পর ঘটনাস্থলে প্রথম উপস্থিত হওয়া কয়েকজন ব্যক্তিকে বেষ্টিত অবস্থায় শস্যখেতের মধ্যে জরুরি নির্গমণের স্লাইডসহ বিমানটিকে দেখা যাচ্ছে।

বিমানটি নোভোসিবিরস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮০ কিলোমিটার দূরে একটি মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ছবি: তাস

অন্যান্য ছবিতে যাত্রীদের একটি দলকেও কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিকে নোভোসিবিরস্ক এবং ওমস্ক অঞ্চলের গভর্নররা ওই ফ্লাইটের যাত্রীদের অস্থায়ী আশ্রয় এবং পরিবহনসহ সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ৪৫ বিলিয়ন ডলার সহায়তা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা বিমানের বাইরে দাঁড়িয়ে আছেন।

ইউরাল এয়ারলাইন্স তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, সোচি থেকে ওমস্ক যাওয়ার পথে এয়ারবাস এ-৩২০ বিমানটি (যার ফ্লাইট নম্বর ইউ৬-১৩৮৩) বিমানবন্দরের বাইরে জরুরি অবতরণ করেছে। এ অবতরণটি সফলও হয়েছে।

বিমানটিতে ১৬১ জন যাত্রী ছিলেন। ছবি: টুইটার

তারা আরও জানায়, বিমানটিতে ১৬১ জন যাত্রী ছিলেন। তাদের কেউই হতাহত হননি।

উল্লেখ্য, ইউক্রেনের চলমান সংঘাতকে কেন্দ্র করে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বিমান প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে। খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সূত্র : রয়টার্স, ইন্ডিয়া টিভি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর