ভারতের জম্মু ও কাশ্মিরের রামবান জেলায় বড় ধরনের ভূমিধসে চার ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার এ ধসের ফলে একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে। বানিহাল এলাকায় শের বিবির কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই ধসে পড়ে। এগুলো গড়িয়ে এসে একটি ট্রাককে খাদে আছড়ে ফেলে। এই ঘটনায় ট্রাকচালক-সহ চারজনের মৃত্যু হয়েছে।’
বিজ্ঞাপন
ভারতীয় পুলিশ বলছে, ‘জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ট্রাকটি। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে শের বিবি এলাকায় আচমকাই ধস নামে। পাহাড় থেকে বিশাল বিশাল পাথরের চাঁই গড়িয়ে পড়তে থাকে রাস্তায়। সেই ধসের মাঝে আটকে গিয়েছিল একটি ট্রাক। একটি বিশাল পাথরের চাঁই এসে ট্রাকের ওপর পড়ে। তারপর সেটিকে কয়েক শ’ ফুট গভীর খাদে আছড়ে ফেলে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকের যাত্রীদের।
তারা আরও জানিয়েছে, ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল। সেই গবাদি পশুগুলোরও মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর বানিহালে যানজটের সৃষ্টি হয়। রাস্তার যেখানে ধস নেমেছে তার দু’পাশে কয়েক শ’ গাড়ি আটকে পড়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দ্রুত ধসে পড়া মাটি এবং পাথরের চাঁইগুলোকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে উদ্ধারকাজেরও কাজ চলছে। এই ঘটনায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।
ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে গাড়িচালকদের উদ্দেশে জানানো হয়েছে, তারা যেন পরিস্থিতি জেনে তবেই ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করেন।
বিজ্ঞাপন
সূত্র : ইন্ডিয়া টুডে
এমইউ