শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

গিলগিট-বালটিস্তানে বাড়ছে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

গিলগিট-বালটিস্তানে বাড়ছে বিক্ষোভ
ছবি: দ্য প্রিন্ট

পাকিস্তানের গিলগিট-বালটিস্তান অঞ্চলে একজন শিয়া ধর্মগুরুকে গ্রেফতারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভ এখনও পর্যন্ত এই অঞ্চলে সবচেয়ে বড় বিক্ষোভ বলে জানা গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, এই বিক্ষোভে ‘চলো, চলো… কারগিল চলো’ স্লোগান উঠেছে। এছাড়া গিলগিটের স্থানীয় নেতারা পাকিস্তান প্রশাসনকে গৃহযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন।


বিজ্ঞাপন


শিয়া ধর্মগুরু আগা বাকির আল-হুসেইনির গ্রেফতারের প্রতিবাদে স্কারদুবাসী এই বিক্ষোভের আয়োজন করেছিল। আগা বাকির পাকিস্তানে ইর্শানিন্দা আইনের বিরুদ্ধে একটি কাউন্সিল সভায় বলেন যে, এই আইনের আড়ালে পাকিস্তানে শিয়াদের টার্গেট করা হচ্ছে। এরপর ২২ আগস্ট তার বিরুদ্ধে বিক্ষোভ হলে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ উঠেছে যে, শিয়া ধর্মগুরু আগা বাকির আল-হুসেইনি মহানবী সাল্লালাহু আলাইহিস সালামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন আগা বাকির।

এরপর তাকে গ্রেফতারের প্রতিবাদে কারাকোরাম হাইওয়ে অবরোধ করে শিয়ারা। এ সময় বিক্ষোভকারীদের পাকিস্তান ও তার সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর