মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

কেন আন্তর্জাতিক আদালতে আইনজীবী নিয়োগ করলেন ইমরান?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

কেন আন্তর্জাতিক আদালতে আইনজীবী নিয়োগ করলেন ইমরান?
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (ফাইল ফটো)। ছবি: এএফপি, জিও নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক আদালতে তার প্রতিনিধিত্ব করার জন্য যুক্তরাজ্যের আইনজীবী নিয়োগ করেছেন। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

বেআইনি আটক এবং মানবাধিকার লঙ্ঘনের" বিরুদ্ধে তার আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান আন্তর্জাতিক আদালতে তার প্রতিনিধিত্ব করার জন্য একজন ব্রিটিশ ব্যারিস্টারকে নিয়োগ দিয়েছেন। ওই আইনজীবীর নাম জিওফ্রে রবার্টসন কেসি।


বিজ্ঞাপন


ঘোষণাটি এমন এক সময়ে আসে যখন পাকিস্তানের ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী তোশাখানা মামলায় নির্দোষ হওয়ার পরেও কূটনৈতিক বার্তা প্রকাশের মামলায় অ্যাটক জেলা কারাগারে বন্দী রয়েছেন।

এর আগে এই মাসের শুরুর দিকে পাকিস্তানের রাজধানীতে একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানকে তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে। এরপর তাকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা করা হয়।  এছাড়া পাঁচ বছরের জন্য রাজনীতি থেকেও নিষিদ্ধ করা হয় তাকে।

এখন ইমরান খানের সাজা স্থগিত হওয়ার পরও বিশেষ আদালত অ্যাটক জেলা কারাগারের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল যে পিটিআই প্রধানকে জেলবন্দী করে রাখতে। পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বর্তমানে ওই অ্যাটক জেলেই বন্দী অবস্থায় আছেন। 

সরকারের গোপন তথ্য প্রকাশের আইন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে গঠিত ওই বিশেষ আদালত বলেছে, তাকে বিচারিক কারণে জেলবন্দী থাকতে হবে। এছাড়া তাকে কূটনৈতিক বার্তা প্রকাশের মামলায় আদালতে হাজির করতে হবে।


বিজ্ঞাপন


সাইফার মামলাটি একটি কূটনৈতিক নথির সঙ্গে সম্পর্কিত। জানা গেছে যে ওই কূটনৈতিক বার্তাটি হারিয়ে ফেলেছেন ইমরান খান।

তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের অভিযোগ, ওই কূটনৈতিক বার্তায় ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি রয়েছে। একই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধেও মামলা চলছে।

এসব ঘটনার পরই শুক্রবার আন্তর্জাতিক আদালতে ইমরান খানের পক্ষে আইনজীবী নিয়োগ করার কথা জানায় পিটিআই দল। এ রাজনৈতিক দলটি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে এ তথ্য দেয়।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল জানিয়েছে, জিওফ্রে রবার্টসন কেসি নামের ওই আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এর আগে আদালতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং সালমান রুশদির প্রতিনিধিত্ব করেছেন।

সূত্র : জিও নিউজ

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর