ওসামা বিন লাদেনকে হত্যার দাবি করা মার্কিন নেভি সিলের সেই সদস্য যুক্তরাষ্ট্রের গ্রেফতার হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন নেভি সিলের সদস্যরা।
টেক্সাস রাজ্যের ডালাস-ফোর্ট ওয়ার্থের স্থানীয় সংবাদপত্র দ্য ডালাস মর্নিংয়ের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে টেক্সাসে শারীরীক আঘাতের অভিযোগে রবার্ট ও'নিল নামের ওই সাবেক মার্কিন সেনাকে গ্রেফতার করা হয়। পরে সাড়ে তিন হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন লাখ টাকা) বন্ডে সই করে মুক্তি পান তিনি।
বিজ্ঞাপন
খবরে বলা হয়েছে, মার্কিন নেভি সিলের ওই সাবেক সদস্যকে শারীরীক আঘাতের জন্য এ গ্রেডের অপকর্মের অভিযোগে অভিযুক্ত করা হয়। এছাড়াও পাবলিক প্লেসে নেশা করারও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে কারাগারের রেকর্ডে শুধু শারীরীক আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।
২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন অভিযান চালায় মার্কিন নেভি সিল। ওই অভিযানে হত্যা করা হয় আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে। অভিযানে লাদেনকে তিনিই হত্যা করেছিলেন বলে দাবি করেন রবার্ট ও'নিল। তারপরই তিনি বিশ্বজুড়ে আলোচনায় আসেন।
ওই অভিযানের বিষয়ে ২০১৭ সালে প্রকাশিত তার স্মৃতিকথা 'দ্য অপারেটর' এ বর্ণনা দিয়েছেন রবার্ট ও'নিল। দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকার কখনোই লাদেনের মূল হত্যাকারীর বিষয়ে কিছু জানায়নি। তবে রবার্টের দাবির বিষয়েও মার্কিন সরকার নিশ্চিত বা অস্বীকার করেনি।
এর আগে মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে ২০১৬ সালে গ্রেফতার হয়েছিলেন রবার্ট ও'নিল। পরে প্রসিকিউটররা তাকে মামলা থেকে অব্যাহতি দেন।
বিজ্ঞাপন
একে

