মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

বেশি গতিতে গাড়ি চালিয়ে জরিমানা দিলেন কানাডার অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

বেশি গতিতে গাড়ি চালিয়ে জরিমানা দিলেন কানাডার অর্থমন্ত্রী
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড- ফাইল ফটো

বেশি গতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা দিতে হয়েছে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে। নিজের প্রদেশ আলবার্টার এমন ঘটনায় প্রায় ২১ হাজার টাকা জরিমানা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রয়টার্স।

ফ্রিল্যান্ডের মুখপাত্র ক্যাথরিন কাপলিনকাস জানিয়েছেন, তার নিজের কোনো গাড়ি নেই এবং তিনি নিয়মিত সাইকেলেই চলাচল করেন। তবে গতিসীমা ভঙ্গ করার সময় অর্থমন্ত্রী কার গাড়ি চালাচ্ছিলেন সে বিষয়ে কিছু জানাননি মুখপাত্র।


বিজ্ঞাপন


গ্র্যান্ড প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যবর্তী স্থানে ঘণ্টায় ১৩৭ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন অর্থমন্ত্রী। এই সড়কে সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জরিমানার অর্থ এরই মধ্যে পরিশোধ করেছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন: ঝড়ে ধ্বংস কানাডার প্রাকৃতিক বিস্ময়

ফ্রিল্যান্ড টরোন্টোর একটি আসন থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য। ২০১৯ সাল থেকে তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ২০২০ সাল থেকে দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়েরও। প্রায়ই তার সাইকেল চালিয়ে চলাচল করার ছবি ছাপানো হয় স্থানীয় গণমাধ্যমে।

গত মাসেই ফ্রিল্যান্ড সাংবাদিকদের বলেন, 'আমার বাবা এখনও মানতে পারেন না যে আমার কোনো গাড়ি নেই। আমি হাঁটতে পছন্দ করি, সাবওয়েতে চড়ি। আমার সন্তানরাও হাঁটে এবং সাইকেল চালায়, সাবওয়েতে চড়ে। আমাদের পরিবারের জন্য এটি স্বাস্থ্যকর একটি ব্যবস্থা।'


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর