রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ভারত?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

কেন চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ভারত?
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের ‘কুমেরু’ জয় করেছে ভারত। ছবি: ইন্ডিয়া টুডে

চাঁদে চন্দ্রযান-৩-এর অবতরণের কার্যক্রম সফলভাবে শেষ হওয়ায় একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে ভারত। এবার চাঁদে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় (আমেরিকা, রাশিয়া এবং চীনের পরেই) চতুর্থ হিসেবে নিজেদের নাম লেখালো তারা। এছাড়া চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পাচ্ছে ইসরো। কিন্তু, কেন চাঁদে অভিযানের জন্য মহাকাশযান পাঠিয়েছে ভারত?

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চাঁদের দক্ষিণ মেরুতে সফ্‌ট ল্যান্ডিং করার পর ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞানও। একাধিক বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে চাঁদে নামছে এ রোভারটি। লাখ লাখ বছর ধরে চাঁদের ভূমিরূপ কীভাবে তৈরি হয়েছে, কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি, তা খতিয়ে দেখে বার্তা পাঠাবে প্রজ্ঞান।


বিজ্ঞাপন


আগামী দু’সপ্তাহ ধরে স্পেকট্রোমিটার বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু আছে, তা খুঁটিয়ে দেখবে রোভার প্রজ্ঞান। এই সমস্ত পরীক্ষাগুলো করার জন্য ল্যান্ডার এবং রোভারের সঙ্গে রয়েছে পাঁচটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি।

এছাড়া গবেষণা এবং সম্পদের কারণে চাঁদের এই এলাকা বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ। এ কারণে ভারত এখানে বিভিন্ন গবেষণা চালাবে। এ কারণে দেশটির রোভার প্রজ্ঞানে থাকবে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। এটা চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে। 

এছাড়া রোভার প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্যসংগ্রহ করবে, তার সব কিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমে। বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে। এছাড়া চাঁদের মাটিতে প্রজ্ঞানই এঁকে দেবে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো।

সূত্র : এবিপি


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর