মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

ক্ষমতা ধরে রাখতে চায় না পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ১১:০৫ এএম

শেয়ার করুন:

ক্ষমতা ধরে রাখতে চায় না পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী মুর্তজা সলঙ্গী। ছবি: ডন

ক্ষমতা আকড়ে থাকতে চায় না বলে জানিয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার। দেশটির অন্তবর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী মুর্তজা সলঙ্গী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ক্ষমতা দীর্ঘায়িত করার ইচ্ছা তত্ত্বাবধায়ক সরকারের নেই।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সলঙ্গী এসব কথা বলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।


বিজ্ঞাপন


পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা এটি ৯০ দিনের মধ্যে করতে পারে বা ফেব্রুয়ারিতে হতে পারে। আমরা এক মিনিটও বেশি সময় ক্ষমতায় থাকব না।

সোলাঙ্গী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে আমরা প্রতিশ্রুতবদ্ধ। তবে কখন নির্বাচন হবে এটি সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের নেই।

এসময় পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী আইন ও সংবিধান অনুযায়ী  দায়িত্ব পালনের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। নিয়মানুযায়ী পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা। 

তবে নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রের সীমানা পুননির্ধারণ করতে চায় পাকিস্তানের নির্বাচন কমিশন। এ নিয়ে জটিলতা রয়েছে। দেশটির বিশ্লেষকরা ধারণা করছেন, এটি সম্পন্ন করে নির্বাচন দিতে গেলে চলতি বছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে।


বিজ্ঞাপন


এই সময়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উন্নতি বা স্থিতিশীলতা বজায় রাখা তত্ত্বাবধায়ক সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর