শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বিজেপি ঘৃণার কেরোসিন ছড়িয়েছে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

বিজেপি ঘৃণার কেরোসিন ছড়িয়েছে: রাহুল গান্ধী

ভারতের হরিয়ানায় ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারিয়েছেন ৫ জন। পুড়িয়ে দেওয়া হয়েছে মসজিদ। হত্যা করা হয়েছে মসজিদটির ইমামকেও। এমন ঘটনার পর ভারতের কংগ্রেস নেতা অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেছেন, বিজেপি ঘৃণার কেরোসিন ছড়িয়ে দিয়েছে। 

ভারতে সোমবার ভোরে একটি চলন্ত ট্রেনে চারজনকে গুলি করে হত্যা করে এক নিরাপত্তা কর্মী। এরপর হরিয়ানায় সাম্প্রদায়িক হামলায় নিহত হন আরও ৫ জন।  এই দুই ঘটনায় ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে আক্রমণ করেন রাহুল।


বিজ্ঞাপন


রাহুল গান্ধী টুইটবার্তায় বলেন, ‘বিজেপি, মিডিয়া এবং তাদের পাশে দাঁড়ানো ভক্তদের বাহিনী সারাদেশে ঘৃণার কেরোসিন ছড়িয়ে দিয়েছে। কেবল ভালবাসাই পারে এই আগুন নিভিয়ে দিতে।’

সোমবার ভোর রাতে চলন্ত জয়পুর-মুম্বাই এক্সপ্রেসে মধ্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে তিন জন যাত্রীসহ মোট চার জনকে মেরে ফেলেন রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক কর্মী। ওই চারজনের মধ্যে চতুর্থ ব্যক্তি হলেন আরপিএফেরই একজন সাব ইনস্পেক্টর। বাকি তিন যাত্রী ছিলেন মুসলিম।

এদিন বিকেলে একটি কট্টর হিন্দুত্ববাদীদের আক্রমণে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানার নুহ্‌ এবং গুরুগ্রাম জেলায়।


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর