ভারতে বিমানের মধ্যে এক নারী চিকিৎসককে হেনস্থা করেন ৪৭ বছর বয়সী এক অধ্যাপক। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথমে অভিযুক্ত গ্রেফতার হলেও পরে তিনি জামিন পেয়েছেন।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘বিমানের মধ্যে নারী যাত্রীকে হেনস্থা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। দিল্লি-মুম্বাই বিমানে ওঠা ওই নারী একজন চিকিৎসক। তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে ৪৭ বছর বয়সী এক অধ্যাপকের বিরুদ্ধে। শুক্রবার ওই অধ্যাপকের গ্রেফতারির খবর জানিয়েছে ভারতীয় পুলিশ।’
বিজ্ঞাপন
গত বুধবার দিল্লি থেকে বিমানে মুম্বাই যাচ্ছিলেন ২৪ বছরের ওই যুবতী। বিমানে পাশাপাশি বসার জায়গা ছিল ওই যুবতী এবং ওই অধ্যাপকের। স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৫টায় টেক অফ করে বিমানটি। যুবতীর অভিযোগ, মুম্বাই বিমানবন্দরে বিমান নামার ঠিক আগে অভিযুক্ত তার শরীরে স্পর্শ করেন।
এই নিয়ে দুই যাত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। বিমানের ক্রু সদস্যদের যৌন হয়রানির বিষয়টি জানান যুবতী। বিমান অবতরণের পর থানায় অভিযোগও দায়ের করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আদালতেও হাজির করানো হয়। পরে তিনি জামিন পেয়েছেন।
সূত্র : ইন্ডিয়া টুডে
এমইউ

