রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মণিপুর ইস্যু নিয়ে উত্তপ্ত ভারতীয় পার্লামেন্ট 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

মণিপুর ইস্যু নিয়ে উত্তপ্ত ভারতীয় পার্লামেন্ট 
তুমুল হট্টোগোলের কারণে ভারতীয় পার্লামেন্টের রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়

মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পার্লামেন্ট। এ ইস্যুতেই মোদির বিজেপি সরকারকে কোনঠাসা করতে মরিয়া দেশটির বিরোধী দলগুলোর জোট। মণিপুরের বিতর্কিত ভিডিও কাণ্ডে পার্লামেন্টের অভ্যন্তরে মোদির বিবৃতির দাবি জানিয়ে শ্লোগানও দেন বিরোধী দলের এমপিরা। এমন তুমুল হট্টোগোলের কারণে ভারতীয় পার্লামেন্টের রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।

দেশটির পার্লামেন্টে এবার অধিবেশন চলাকালীন ৩২টির মতো বড় বিল পার্লামেন্টে পেশ করা হবে। এ অধিবেশন ১১ আগস্ট শেষ হবে। বিরোধীরা মণিপুর সংঘাত এবং দিল্লিতে কেন্দ্রের অধ্যাদেশসহ বেশ কয়েকটি বিষয়ে সরকারকে কোণঠাসা করার পরিকল্পনা করছে। যদিও এ অধিবেশনের আগে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরের পরিস্থিতি নিয়ে তার নীরবতা ভেঙেছেন। তিনি সেখানকার পরিস্থিতি এবং ভাইরাল হওয়া ভিডিও’র বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।


বিজ্ঞাপন


প্রথা অনুযায়ী বৃহস্পতিবার সকালে অধিবেশনের শুরুতে পার্লামেন্টের দুই কক্ষেই শোকপ্রস্তাব পাঠের পর সভা কিছু সময়ের জন্য মুলতুবি করে দেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করা হয়। রাজ্যসভা মুলতুবি করা হয় দুপুর ১২টা পর্যন্ত। ২৬৭ নম্বর ধারা নিয়ে বিতর্কের পর দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ রাজ্যসভার কাজ দুপুর ২টা পর্যন্ত মুলতুবি করে দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। দুপুর ২টায় সংসদের অধিবেশন শুরু হতেই বিরোধী এমপিরা ‘মণিপুর মণিপুর’, ‘মণিপুর জ্বলছে’ বলে চিৎকার করতে থাকেন। 

তারা এই বিষয়ে সরকারের বক্তব্য জানতে চান। বিরোধী দলীয় এমপিদের বিক্ষোভের জেরে ২টার কিছু সময় পরে সারা দিনের জন্য মুলতুবি করে দেওয়া হয় পার্লামেন্ট।

এই প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন, “সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা মণিপুর নিয়ে পার্লামেন্টের দুই কক্ষেই আলোচনা করতে চায়।” তিনি এ-ও জানান যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট সংসদে পেশ করবেন। তবে কোন সময় এই রিপোর্ট পেশ করা হবে, তা লোকসভার স্পিকার ওম বিড়লা স্থির করবেন বলে জানান এ মন্ত্রী।

রাজ্যসভার ২৬৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা কিংবা বিতর্কের জন্য চেয়ারম্যানকে নোটিস দিতে পারেন কোনো এমপি। চেয়ারম্যান সেই নোটিস গ্রহণ করল উচ্চকক্ষের পূর্বনির্ধারিত সমস্ত কাজ সে দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়। তার পরিবর্তে ওই নির্দিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। 


বিজ্ঞাপন


সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর