মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

মহাসাগরে দুই মাস ভেসে প্রাণে বাঁচলেন নাবিক ও তার কুকুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

মহাসাগরে দুই মাস ভেসে প্রাণে বাঁচলেন নাবিক ও তার কুকুর
ছবি: নাইন নিউজ

প্রশান্ত মহাসাগরে একজন অস্ট্রেলিয়ান নাবিক ও কুকুর কাঁচা মাছ খেয়ে এবং বৃষ্টির পানি পান করে দুই মাস ভেসে ছিলেন। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন একজন চিকিৎসক।

বিবিসির খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা টিম শ্যাডক (৫১) এবং তার কুকুর বেলা এপ্রিলে মেক্সিকো ছেড়ে ফ্রেঞ্চ পলিনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই পথের দৈর্ঘ্য ৬ হাজার কিলোমিটার। কিন্তু কয়েক সপ্তাহ পর একটি ঝড়ের কারণে তাদের নৌকা ক্ষতিগ্রস্ত হয়। 


বিজ্ঞাপন


এই সপ্তাহে একটি হেলিকপ্টার তাদের দেখতে পাওয়ার পর একটি ট্রলারে করে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর ডাক্তার জানান, নাবিক এখন স্বাভাবিক আছেন।

Australian sailor and his dog

টিম বলেন, ‘আমি সমুদ্রে একটি খুব কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গেছি। এই মুহূর্তে আমার বিশ্রাম এবং ভালো খাবার প্রয়োজন। কারণ আমি দীর্ঘদিন ধরে সমুদ্রে একা ছিলাম। এছাড়া আমি খুব ভালো আছি।’

শ্যাডক বলেছিলেন যে, মাছ ধরার সরঞ্জাম তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। তিনি তার নৌকার ছাউনির নিচে আশ্রয় নিয়ে রোদে পোড়া এড়াতে সক্ষম হন।


বিজ্ঞাপন


উদ্ধারের পরপরই তাকে হাসতে দেখা যায় এবং তার বাহুতে রক্তচাপের মনিটর পরা দেখা যায়। ছোটখাটো খাবারও খেতে পারছেন তিনি।

টুনা ট্রলারটি এখন মেক্সিকোতে ফিরে যাচ্ছে যেখানে শ্যাডক মেডিকেল পরীক্ষা করবেন এবং প্রয়োজনে কার আরও চিকিৎসা করা হবে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর