রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের রিজার্ভ ও মাথাপিছু আয় কত?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১২:২২ পিএম

শেয়ার করুন:

ভারতের রিজার্ভ ও মাথাপিছু আয় কত?
ভারতের অর্থনীতি ফুলে-ফেঁপে উঠছে। ছবিতে দিল্লি গেট।

প্রতিবেশি দেশ ভারত আয়তনে বিশ্বের বড় দেশগুলোর একটি। এছাড়া জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠছে। দেশটির অর্থনীতি বৈচিত্র্যময়। কৃষিকাজ, হস্তশিল্প, বস্ত্রশিল্প, উৎপাদন, এবং বিভিন্ন সেবা ভারতের অর্থনীতির অংশ। দেশটির অর্থনীতি ফুলে-ফেঁপে উঠছে। আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা সংস্থা গোল্ডম্যান স্যাকস পূর্বাভাসে বলেছে যে আগামী ৫০ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারতের।

গোল্ডম্যান স্যাকস এর রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের অর্থনীতি হবে ৫২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, চিনের (জিডিপি ৫৭ ট্রিলিয়ন মার্কিন ডলার) পরই দ্বিতীয় স্থানে আসবে ভারত।


বিজ্ঞাপন


গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, ২০৭৫ সালের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে ভারত। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, জাপান, জার্মানিও থাকবে ভারতের পেছনে।

গোল্ডম্যান স্যাকসের মতে, ভারতের বিরাট জনসংখ্যা, উদ্ভাবন, প্রযুক্তি, বিশাল বিনিয়োগ এবং শ্রমিক পিছু উৎপাদন ক্ষমতা বৃদ্ধিই ভারতের পক্ষে ইতিবাচক অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। আগামী দু'দশক স্থানীয় অর্থনীতির উপর খুব বেশি নির্ভর করতে হবে না।

গোল্ডম্যান স্যাকসের ভারতীয় অর্থনীতিবিদ শান্তনু সেনগুপ্ত বলেন, 'উদ্ভাবন, শ্রমিক পিছু উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং মূলধনী বিনিয়োগ (পরিকাঠামোয় খরচ) ভারতের আর্থিক বৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।' 


বিজ্ঞাপন


তার মতে, 'শুধুমাত্র জনসংখ্যা বা জিডিপি দিয়ে অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। উদ্ভাবন এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধিই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এর মানে, শ্রমিক পিছু উৎপাদন ক্ষমতা মূলধন বৃদ্ধি।'

ভারতের রিজার্ভ কত?
ভারতের রিজার্ভ কয়েক মাস ধরে কিছুটা ওঠানামা করছে। সামান্য বাড়ে কমে। গত ২ জুন পর্যন্ত ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫৯৫.০৬৭ বিলিয়ন মার্কিন ডলার (৫৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ কোটি টাকা।

ভারতে বর্তমানে এক ডলারের বিপরীতে ৮২ দশমিক ৩০ রুপিতে লেনদেন হচ্ছে।

২০২১ সালের অক্টোবরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছিল। সে সময় রিজার্ভ বেড়ে ৬৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছিল।

সাধারণত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত রাখা হয় মার্কিন ডলারে। তবে ইউরোপের একক মুদ্রা ইউরো, ব্রিটিশ পাউন্ড ও জাপানি ইয়েনেও বৈদেশিক মুদ্রার মজুত হিসেবে রাখা হয়। এ ছাড়া সোনাও মজুত করা হয়। গচ্ছিত মুদ্রাগুলোর মূল্যমান বাড়লে বা অবমূল্যায়ন হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ওঠানামা করে।

উইকিপিডিয়ার তথ্য বলছে, ২০২৩ সালে ভারতের মাথাপিছু আয় (জিডিপি) আনুমানিক ২,৬০১ মার্কিন ডলার। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও উইকিপিডিয়া

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর