শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪০ টন ওজনের তিমির বিরল লাফ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

৪০ টন ওজনের তিমির বিরল লাফ (ভিডিও)

সমুদ্রের পানির অনেকটা ওপরে লাফিয়ে উঠেছে একটি তিমি। এমন ছবি হরহামেশা দেখা যায় সাগরে। তবে ৪০ টন ওজনের বিশাল হাম্পব্যাক তিমির এমন ছবি বিরল।

এত ওজন এবং চারপাশের পানির টানের মধ্যে পুরো শরীর এতটা ওপরে উঠাতে কতটা শক্তির দরকার হয়। সেটি কল্পনা করেই নেটিজেনরা অবাক হচ্ছেন।


বিজ্ঞাপন


ক্রেগ কেপহার্ট এবং অন্য তিনজন স্কুবা ডাইভার দক্ষিণ আফ্রিকার পন্ডোল্যান্ডের উপকূলে সার্ডিনের জন্য যাত্রা করছিলেন, তখন তারা এমন একটি দৃশ্য দেখতে পান যা কখনই ভুলতে পারবেন না। কয়েকবছর আগে এই ছবি ধারণ করেছিলেন তারা।

একটি হাম্পব্যাক তিমি সমুদ্র থেকে সম্পূর্ণভাবে লাফিয়ে পড়ার অবিশ্বাস্য মুহূর্তটি প্রথমবারের মতো ক্যামেরায় বন্দী করা হয়। বিরল ফুটেজে, প্রাপ্তবয়স্ক তিমিটির ওজন ৪০ টন বলে অনুমান করা হয়। এটি দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের পন্ডোল্যান্ডের এমবোটিয়ের সমুদ্র উপকূলে লাফিয়ে ওঠে।

শ্বাসরুদ্ধকর ভিডিওতে প্রাণীটি পানি থেকে বেরিয়ে আসে এবং বাতাসে লাফ দেয়।

ইউটিউবে পোস্ট করে ক্রেগ কেপহার্ট বলেন, 'ডলফিন এবং এমনকি গ্রেট হোয়াইট হাঙ্গরকেও পানি থেকে উড়তে দেখা গেছে, তবে এটি একটি প্রাপ্তবয়স্ক হাম্পব্যাক তিমির জন্য প্রথম।'


বিজ্ঞাপন


আশ্চর্যজনক প্রাণীটি সমুদ্রের নিচে ফিরে যাওয়ার আগে সামনে পিছনে লাফানো এবং পানিতে তার ডান এবং বাম পাখনা উল্টানোর চিত্রও ধারণ করা হয়। মনে করা হয় যে, ওই সময়ে তিমিটি সার্ডিন শিকার করছিল।

সূত্র: ডেইলি মেইল

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর