শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কলকাতায় কত দামে বিক্রি হচ্ছে ইলিশ?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১১:২৬ এএম

শেয়ার করুন:

কলকাতায় কত দামে বিক্রি হচ্ছে ইলিশ?

ভারতের পশ্চিমবঙ্গে সারাবছরই কমবেশি বাজারে মেলে ইলিশ। সেখানকার জেলেদের জালে ওঠে এসব ইলিশ। তবে তার পরিমাণ বাংলাদেশের তুলনায় অনেক কম। পশ্চিমবঙ্গের মানুষের কাছেও ইলিশ ব্যাপক জনপ্রিয় একটি মাছ। এর চাহিদাও সেখানে আকাশছোঁয়া।

কলকাতার বাজারে কোন মাছ কম দামে বিক্রি হচ্ছে সে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এই সময়।


বিজ্ঞাপন


খবরে বলা হয়েছে, বাজারে মাছের দাম চড়া। বেশ কয়েকটি দোকানে রয়েছে ইলিশ মাছও। ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ রুপি (প্রায় ১৩০০ থেকে ১৫০০ টাকা)। এক কেজি ওজনের ইলিশের দাম পড়ছে ১৫০০ থেকে ১৬০০ রুপি (প্রায় ২০০০ থেকে ২১০০ টাকা)।

অন্য মাছের ক্ষেত্রে রুই মাছ বিক্রি হচ্ছে কেজপ্রতি ২০০ রুপি। কাটা মাছ হলে তার দাম ২৫০ রুপি। কাতলা মাছ আস্ত নিলে কেজিপ্রতি দাম ২৫০ থেকে ৩০০ রুপি। কাটা হলে তার দাম ৩৫০ থেকে ৪০০ রুপি।

মাছের পাশাপাশি সেখানকার বাজারে চড়া দাম মাংসেরও। প্রতি কেজি মুরগির মাংস বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০০ রুপি। চিকেনের পাশাপাশি খাসির মাংসের চাহিদা প্রচুর। কেজি দরে বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ রুপি।

মাছ-মাংসের পাশাপাশি সবজির দামও একটু চড়া বলে খবরে বলা হয়েছে।


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর