মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে উইলোব্রুকের একটি অবৈধ রাস্তা দখলের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জন গুলিবিদ্ধ হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এবিসি সেভেনের খবরে বলা হয়েছে, প্রায় ২০০ বা ৩০০ জন লোকের ভিড়ে স্থানীয় সময় শনিবার দিবাগত গভীর রাতে গুলি চালানোর ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি। তবে বেশ কয়েকজন নিহত বা গুরুতর আহত বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ট্রাই-স্টেট ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্টের ব্যাটালিয়ন প্রধান জো অস্ট্রান্ডার বলেছেন, হানি সাকল লেনের কাছে রুট ৮৩-এ গুলি চালানো হয়। একটি পার্কিং লটে জুনটিন্থ উদযাপনের জন্য একটি বড় দল জড়ো হয়েছিল। পরে এটি হিংসাত্মক হয়ে ওঠে।
— The Spectator Index (@spectatorindex) June 18, 2023
প্রত্যক্ষদর্শী মার্কেশিয়া অ্যাভেরি বলেন, 'এটি জুনটিন্থের উদযাপনের মতো হওয়ার কথা ছিল। হঠাৎ করে গুলির শব্দ শুনতে পাই। এটি অনেক্ষণ ধরে চলেছিল।'
প্রত্যক্ষদর্শী ক্রেগ লটসি বলেন, 'আমরা সবাই ছিলাম। গুলির শব্দের পর দৌড়াদৌড়ি শুরু হয়। সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়।'
বিজ্ঞাপন
খবরে বলা হয়েছে, আহতদের চারটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
একে

