বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

বাংলাদেশি শিক্ষার্থীদের সিঙ্গাপুরে ফুল ফ্রি স্কলারশিপ

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশি শিক্ষার্থীদের সিঙ্গাপুরে ফুল ফ্রি স্কলারশিপ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। এই স্কলারশিপের আওতায় মাসে ২৭০০ সিঙ্গারপুর ডলার ও আবাসন ফ্রি পাওয়া যাবে। এমনকি সিঙ্গাপুরে যাওয়ার বিমান খরচও দেওয়া হবে।

সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। 


বিজ্ঞাপন


এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।

studyসুযোগ-সুবিধাগুলো

শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

প্রতি মাসে শিক্ষার্থীরা ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার পাবেন।


বিজ্ঞাপন


এককালীন আবাসন ভাতা ১ হাজার সিঙ্গাপুর ডলার পাবেন।

মেডিকেল ইনস্যুরেন্সের সুবিধাসহ অন্যান্য সুবিধা।

বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার।

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ জুনের মধ্য আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের  জন্য এই লিংকে ক্লিক করুন। 

বিস্তারিত জানতে এই লিংক ভিজিট করুন। 

এজেড

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর