রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মালদ্বীপে যে ৫ কাজ করলে বিপদে পড়তে পারেন

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

মালদ্বীপে যে ৫ কাজ করলে বিপদে পড়তে পারেন

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মালদ্বীপ অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। বিলাসবহুল এবং সুন্দর ভিলা, সৈকত, সমুদ্রের তীর ধরে বসানো লম্বা লম্বা গাছ এই জায়গাটিকে আরও বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। বছরের সবসময়ই মানুষের ভিড় লেগে থাকে দেশটিতে। তবে জুলাই মাস থেকে আগস্ট মাস সময়কাল ভ্রমণের সেরা সময় বলে মনে করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণের উদ্দেশ্যে সেখানে যেয়ে থাকেন পর্যটকরা। তাদের কাছে এটি স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে।

মালদ্বীপে যাওয়ার সময় কী করবেন এবং কী করবেন না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে অনেকে। তবে কিছু করার আগে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে নেওয়াই ভালো। এতে ঝামেলা এড়ানো যায় এবং ওই দেশের সংস্কৃতি সম্পর্কেও জানা যায়। সেখানে ঘোরাঘুরির ক্ষেত্রে বেশকিছু কিছু নিয়ম মানা জরুরি। অন্যথায় সমস্যায় পড়তে পারেন। চলুন জেনে নিই মালদ্বীপ গিয়ে যে কাজগুলো থেকে বিরত থাকা আবশ্যক। অর্থাৎ সেখানে ঘোরাঘুরির সময় কয়েকটি কাজ একেবারেই করা উচিত নয়।


বিজ্ঞাপন


maldives​রাস্তায় বিব্রতকর কাজ এড়িয়ে চলুন

মালদ্বীপের রাস্তায় এমন কোন কাজ করা যাবে না, যা মানুষকে বিব্রত করবে। যেমন— রাস্তায় হাঁটার সময় গালে চুম্বন করা যাবে না। এই কাজটিকে সেখানে অদ্ভুত হিসেবে মনে করা হয়। এমন কর্মকাণ্ডের কারণে ধরা পড়লে আইনি জটিলতায় পড়তে পারেন।

​অ্যালকোহল পান নিষিদ্ধ

মুসলিম দেশ হওয়ায় মালদ্বীপে ​অ্যালকোহল পান নিষিদ্ধ। সেখানে ঘোরাঘুরি করার সময় এই জিনিস এড়িয়ে যাবেন। কারণ, এতে স্থানীয় লোকেরা বিরক্ত করতে পারে। শুধু মালদ্বীপ না, যেকোনো দেশে যাওয়ার সময় এ ধরনের বিষয় থেকে দূরে থাকাই ভালো।


বিজ্ঞাপন


maldives​বিকিনি শুধুমাত্র রিসোর্টের মধ্যেই সীমাবদ্ধ

মুসলিম দেশ হওয়ায় জনসমক্ষে নারীদের বিকিনি বা এই জাতীয় পোশাক না পরাই ভালো। কারণ, এতে দেশের সামাজিক রীতিনীতিতে আঘাত লাগে এবং সংস্কৃতির অবমাননা হয়। যদি তাদের রীতিনীতি অনুসরণ করতে না পারেন, তাহলে এমন কোথাও যেতে হবে যেখানে এই নিয়মগুলো অনুসরণ করা হয় না। যেমন— মালদ্বীপের দ্বীপ রিসোর্ট। এসব জায়গায় এ ধরনের নিয়ম প্রযোজ্য নয়।

​সৈকতে জুতা পরবেন না

মালদ্বীপের বালুকাময় সৈকত অনিন্দ্য সুন্দর। তাই সৈকতে জুতা না পরে খালি পায়ে জায়গাটি উপভোগ করা উচিত। এটিকে ভালো বিবেচনা হিসেবে মনে করা হয়।

maldives​সমুদ্রের পাশে আবর্জনা ফেলবেন না

সামুদ্রিক জীবন এবং উদ্ভিদ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। যত বেশি তাদের যত্ন নেবেন, তত বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গেই সামুদ্রিক বিশ্বের ভারসাম্যও নষ্ট হয়ে গেছে। শুধু মালদ্বীপ নয়, যেকোনো দেশে বেড়াতে গেলে সেখানকার সমুদ্র এবং পার্শ্ববর্তী স্থান একেবারেই দূষিত করবেন না। ময়লা-আবর্জনা সবসময় ডাস্টবিনে ফেলুন। বিশেষ করে প্লাস্টিকের ব্যাগ কোনোভাবেই সমুদ্রে ফেলবেন না।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর