বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

যুক্তরাষ্ট্রে বিনা খরচে ‘ফুলব্রাইট প্রোগ্রামে’ পড়ার সুযোগ

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে বিনা খরচে ‘ফুলব্রাইট প্রোগ্রামে’ পড়ার সুযোগ

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশের বহু শিক্ষার্থী। দেশটিতে বৃত্তি ছাড়া পড়ার সুযোগ রয়েছে। কিন্তু তা বেশ ব্যয়বহুল। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কয়েকটি স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে দেশটি। তেমনই একটি স্কলারশিপ প্রোগ্রাম হলো ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। এই প্রোগ্রামে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা বিনা খরচে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে থাকেন।

বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৪-২৫ সেশনের আবেদন আহ্বান করেছে যুক্তরাষ্ট্র। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিস, বিজনেস, ইকোনমিকস, পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং দ্য আর্টস, সাইকোলজি ও সিকিউরিটি স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জনে ফুলব্রাইট বৃত্তি দেওয়া হবে।

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ জুন পর্যন্ত ফুলব্রাইট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ।

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
  • যুক্তরাষ্ট্রের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা যাবে না। কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকলে আবেদন করতে পারবেন না।
  • বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন না। তবে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা যোগ্য বলে বিবেচিত হবেন।
  • যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সেই বিষয় সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোফেলে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস স্কোর ন্যূনতম ৭ থাকতে হবে।
  • আবেদনের সময় বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • স্কলারশিপ প্রোগ্রামের গাইডলাইন অনুসারে আবেদনের করতে হবে।

আবেদন করতে যা লাগবে

  • অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
  • সকল পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট (শিক্ষা প্রতিলিপি) ও সনদপত্র।
  • অনলাইনে আবেদন করার পোর্টালে সরাসরি তিনজন সুপারিশকারী পৃথকভাবে তিনটি সুপারিশপত্র জমা দিবেন।
  • একাডেমিক রেকর্ড–বিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)
  • টোফেল বা আইইএলটিএস এর স্কোরের সনদপত্র
  • যদি কোনো আবেদনকারী জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে সেই সনদপত্র জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

অনলাইন আবেদন করার ফরম পাওয়া যাবে এই লিংকে। আবেদন করার জন্য আবেদনকারীকে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

আবেদনের পূর্ণ নির্দেশাবলী পাওয়া যাবে এই লিংকে

আরও বিস্তারিত জানতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানার ই-মেইলে ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর