শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বিনা খরচে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার জিআইএসটি

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

বিনা খরচে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার জিআইএসটি

অধিকাংশ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশের প্রতি আগ্রহ থাকে। কিন্তু শিক্ষার মান, পরিবেশ ও সুযোগ-সুবিধায় ইউরোপের অনেক দেশ থেকে এগিয়ে দক্ষিণ কোরিয়া। তাই বর্তমানে অনেকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়াকে প্রাধান্য দিচ্ছে। স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনামূল্যের পড়তে স্কলারশিপের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যলয়টি। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল।

আবেদনের যোগ্যতা


বিজ্ঞাপন


  • স্নাতক/স্নাতকোত্তরে ফলাফল ভালো হতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • ইংরেজি দক্ষতার প্রমাণস্বরূপ আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে। অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ স্কোর তুলতে হবে।

south-koreaসুযোগ-সুবিধা

  • প্রতি সেমিস্টারে টিউশন ফি বাবদ ৩৪ লক্ষ ১৫ হাজার ওন (২ লক্ষ ৪৭ হাজার টাকা) দেয়া হবে।
  • স্নাতকোত্তরের শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি পাবে ১ লক্ষ ৪০ হাজার ওন (১০ হাজার টাকা) এবং পিএইচডির শিক্ষার্থীরা পাবে ২ লক্ষ ৯৫ হাজার অন্য (২১ হাজার টাকা)।
  • পড়াশোনাকালীন সময় আগের সেমিস্টারে সিজিপিএ ৩ এর বেশি থাকলে মাসিক উপবৃত্তি বাবদ ১ লক্ষ ২০ হাজার ওন (প্রায় ৯ হাজার টাকা) দেয়া হবে।
  • রিসার্চ এসিস্ট্যান্টশিপ হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রায় ৪৮ লক্ষ ওন দেয়া হবে (৩ লক্ষ ৪৬ হাজার টাকা) এবং পিএইচডির শিক্ষার্থীদের দেয়া হবে ১ কোটি ২৩ লক্ষ ওন (প্রায় ৯ লক্ষ টাকা)।
  • খাবার ভাতা হিসেবে দেওয়া হবে ১ লক্ষ ওন (৮ হাজার টাকা)।
  • ৮০ শতাংশ স্বাস্থ্যবীমার খরচ বহন করবে।
  • বিমানে যাওয়ার খরচও স্কলারশিপের অন্তর্ভূক্ত।

আবেদন করবেন যেভাবে


বিজ্ঞাপন


অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর