শনিবার, ১১ মে, ২০২৪, ঢাকা

বাংলাদেশিরা সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছে ইতালিতে

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশিরা সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছে ইতালিতে

২০২১ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর বিভিন্ন দেশে আট হাজার ৯০০ বাংলাদেশি নাগরিকত্ব লাভ করেছে। যার অর্ধেকেরও বেশি ইতালির নাগরিকত্ব পেয়ছেন। এই সময়ে ইইউ এর দেশগুলোতে মোট আট লাখ ২৭ হাজার বিদেশিকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মানুষদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২১তম।


বিজ্ঞাপন


তালিকার শীর্ষ স্থানে রয়েছে আফ্রিকার দেশ মরক্কো। দেশটির মোট ৮৬ হাজার ১০০ জন ইইউ এর বিভিন্ন দেশের নাগরিকত্ব পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা সিরিয়ার মোট ৮৩ হাজার ৫০০ জন ইইউভুক্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তৃতীয় অবস্থানে থাকা আলবেনিয়ার মোট ৩২ হাজার ৩০০ জন নাগরিকত্ব পেয়েছেন।

তালিকায় দশম অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির মোট ১৬ হাজার হাজার ৬০০ জন ইইউভুক্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এরপরেই ১১তম স্থানে রয়েছে ভারত। দেশটির মোট ১৬ হাজার ২০০ জন নাগরিকত্ব গ্রহণের সুযোগ পেয়েছেন।

European Union Citizenshipকোন দেশে বেশি নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশিরা?

ইউরোস্ট্যাট জানায়, ইইউ এর বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া মোট আট হাজার ৯০০ বাংলাদেশির মধ্যে শতকরা ৫৭.৪ শতাংশ ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। ১০.২ শতাংশ পেয়েছেন স্পেনের নাগরিকত্ব। ৮.৮ শতাংশ পর্তুগাল এবং ৮.২ শতাংশ ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেছে। বাকিরা ইইউ এর অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।


বিজ্ঞাপন


বেড়েছে নাগরিকত্ব প্রদানের হার

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ইইউভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীদের নাগরিকত্ব পাওয়ার হার ১৪ শতাংশ বেশি। সেই হিসেবে, ২০২০ সালে তুলনায় ২০২১ সালে বেশি নাগরিকত্ব লাভ করেন ৯৮ হাজার ৩০০ জন।

এই সময় ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন এবং অস্ট্রিয়ার নাগরিকত্ব প্রদানের সংখ্যা তুলনামূলক বেড়েছে। অন্যদিকে ইতালি, পর্তুগাল, গ্রিস, ফিনল্যান্ড এবং সাইপ্রাস নাগরিকত্ব প্রদানের হার কমিয়েছে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর