শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

থাইল্যান্ডে গিয়ে যে কাজগুলো ভুলেও করবেন না

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

থাইল্যান্ডে গিয়ে যে কাজগুলো ভুলেও করবেন না

এশিয়ার ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকার শীর্ষে থাইল্যান্ড। কম খরচে ঘোরাঘুরির জন্য এটি একটি চমৎকার দেশ। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটির খাবার যেমন আকর্ষণীয়, তেমনি মানুষজনও বেশ দারুণ। তারা অতিথিপরায়ণ ও সচেতন। সেখানে ভ্রমণের পরিকল্পনা থাকলে বেশকিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন জেনে নিই কোন কাজগুলো কখনোই করবেন না—

thailandথাইল্যান্ডের রাজাকে নিয়ে কটূক্তি করা যাবে না


বিজ্ঞাপন


থাইল্যান্ডের রাজা, রানি এবং রাজপরিবারের সদস্যদের নিরাপত্তার বিশেষ আইন রয়েছে দেশটিতে। সেই আইন অনুযায়ী, কেউ যদি তাদেরকে অপমান বা বিদ্রূপ করেন তাহলে কমপক্ষে ১৫ বছরের সাজা হতে পারে। এই আইনে, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ২২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৮ জন নাবালকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনিও যদি থাইল্যান্ড ঘুরতে যে চান তাহলে ভুল করেও তাদের সম্পর্কে কটূক্তি করবেন না।

thailandসন্ন্যাসীদের সম্মান দিন

রাজপরিবারের পাশাপাশি সন্ন্যাসীদেরও সম্মান দিতে হবে। তাদের সম্পর্কে খারাপ কথা বলা যাবে না। সন্ন্যাসীর দাঁড়িয়ে থাকলে আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে। যদি বসে থাকেন তাহলে তাকে অপমান করা হবে। তাই এই কাজটি করবেন না।


বিজ্ঞাপন


প্রকাশ্যে রোম্যান্স করা যাবে না

থাইল্যান্ডে যেয়ে কখনোই জনসম্মুখে রোম্যান্স করবেন না। সেই দেশে কারো সঙ্গে হ্যান্ডশেক করবেন না। অভিবাদন জানাতে শুধু হাত জোড় করবেন।

এমএইচটি/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর