শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

আমেরিকার অঙ্গরাজ্য কয়টি?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ১০:১৮ এএম

শেয়ার করুন:

আমেরিকার অঙ্গরাজ্য কয়টি?

মার্কিন যুক্তরাষ্ট্রকে বেশিরভাগ মানুষ আমেরিকা নামেই চেনেন। যার ইংরেজি নাম ইউনাইটেড স্টেট অব আমেরিকা। সংক্ষেপে ইউএসএ। পৃথিবীর ক্ষমতাধর এই দেশটিতে ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। এছাড়াও দেশটি একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি টেরিটোরি এবং কিছু মাইনর আউটলেয়িং দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।

usaআমেরিকার ৫০টি স্টেটের নাম


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেট বা অঙ্গরাজ্যের যে নামগুলো আমরা জানি। এর বাইরে প্রতিটি স্টেটের পৃথক নাম আছে, যেগুলোকে বলা হয় ‘নিকনেম’ বা ডাকনাম। 

কোনো কোনো স্টেটের দুটি বা ততোধিক ডাকনামও আছে। শুধু তাই নয়, জাতীয় পতাকা ছাড়া প্রতিটি স্টেট এবং বড় সিটিগুলোর পৃথক পৃথক পতাকাও আছে।

usaআমেরিকার স্টেটগুলোর ডাকনাম

১. আরকানসাস-ন্যাচারাল স্টেট
২. ক্যালিফোর্নিয়া-গোল্ডেন স্টেট 
৩. কলোরাডো-সেন্টেনিয়াল স্টেট
৪. কানেকটিকাট-নাটমেগ স্টেট/কন্সটিটিউশন স্টেট
৫. ডেলাওয়ার-ফার্স্ট স্টেট/ডায়মন্ড স্টেট 
৬. ফ্লোরিডা-সানশাইন স্টেট
৭. জর্জিয়া-পিচ স্টেট/অ্যাম্পায়ার স্টেট অব দ্য সাউথ
৮. হাওয়াই-অ্যালোহা স্টেট 
৯. আইডাহো-জেম স্টেট
১০. ইলিনয়-প্রেইরি স্টেট/ল্যান্ড অব লিঙ্কন
১১. ইন্ডিয়ানা-হোসিয়ার স্টেট
১২. আইওয়া-হাওকেয়ির স্টেট/কর্ন স্টেট
১৩. ক্যানসাস-সানফ্লাওয়ার স্টেট/জেহকার স্টেট 
১৪. কেন্টাকি-ব্লুগ্রাস স্টেট
১৫. লুইজিয়ানা-পেলিকান স্টেট/ক্রেওল স্টেট/সুগার স্টেট
১৬. মেইন-পাইন ট্রি স্টেট
১৭. মেরিল্যান্ড-ফ্রি স্টেট/ওল্ড লাইন স্টেট 
১৮. ম্যাসাচ্যুসেটস-বে স্টেট/ওল্ড কলোনি স্টেট 
১৯. মিশিগান-ওলভারিন স্টেট/গ্রেট লেক স্টেট
২০. মিনেসোটা-নর্থ স্টার স্টেট/গফার স্টেট/ল্যান্ড অফ ১০,০০০ লেকস/ল্যান্ড অফ স্কাই-ব্লু ওয়াটারস 
২১. মিসিসিপি-ম্যাগনোলিয়া স্টেট 
২২. মিজৌরি-শো মি স্টেট
২৩. মন্টানা-ট্রেজার স্টেট/বিগ স্কাই কান্ট্রি
২৪. নেব্রাস্কা-কর্নহাস্কার স্টেট/বিফ স্টেট
২৫. নেভাদা-সিলভার স্টেট/সেজব্রাশ স্টেট/ব্যাটল বর্ন স্টেট
২৬. নিউ হ্যাম্পশায়ার-গ্রানাইট স্টেট 
২৭. নিউ জার্সি-গার্ডেন স্টেট
২৮. নিউ মেক্সিকো-ল্যান্ড অব এনচান্টমেন্ট/সানশাইন স্টেট
২৯. নিউইয়র্ক-অ্যাম্পায়ার স্টেট
৩০. নর্থ ক্যারোলিনা-টার হিল স্টেট/ওল্ড নর্থ স্টেট 
৩১. নর্থ ডাকোটা-ফ্লিকারটেইল স্টেট/সু (ঝরড়ি) স্টেট/পিস গার্ডেন স্টেট 
৩২. ওহাইয়ো-বাকেয়ি স্টেট 
৩৩. ওকলাহোমা-সুনার স্টেট 
৩৪. ওরিগন-বিভার স্টেট
৩৫. পেনসিলভেনিয়া-কিস্টোন স্টেট
৩৬. রোড আইল্যান্ড-ওশ্যান স্টেট/লিটল রোডি 
৩৭. সাউথ ক্যারোলিনা-পামেটো স্টেট
৩৮. সাউথ ডাকোটা-দ্য মাউন্ট রাশমোর স্টেট 
৩৯. টেনেসি-ভলান্টিয়ার স্টেট 
৪০. টেক্সাস-লোন স্টার স্টেট 
৪১. ইউতাহ-বিহাইভ স্টার
৪২. ভারমন্ট-গ্রিন মাউন্টেইন স্টেট
৪৩. ভার্জিনিয়া-দ্য ওল্ড ডোমিনিয়ন/মাদার অব প্রেসিডেন্টস 
৪৪. ওয়াশিংটন-এভারগ্রিন স্টেট/চিনুক স্টেট
৪৫. ওয়েস্ট ভার্জিনিয়া-মাউন্টেইন স্টেট 
৪৬. উইজকনসিন-বেজার স্টেট/আমেরিকা’স ডেইরি ল্যান্ড 
৪৭. ওয়োমিং-ইক্যুয়ালিটি স্টেট
৪৮. অ্যারিজোনা-গ্র্যান্ড ক্যানিয়ন স্টেট
৪৯. আলাবামা-দ্য হার্ট অফ ডিক্সি
৫০. আলাস্কা-দ্য লাস্ট ফ্রন্টিয়ার


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর