মিসরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থীদের সানুবি ও এদাদি পরীক্ষার প্রথম রাউন্ডে রেকর্ড সাফল্য অর্জন করেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
রোববার (২৪ জুলাই) প্রতিষ্ঠানটির শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ জুওয়াইনি ঘোষিত ফলাফলে সানুবিতে শীর্ষ ১০টি স্থানের নয়টিই অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আর এদাদিতে শীর্ষ ১০ জনের মধ্যে ছয়জন বাংলাদেশি।
বিজ্ঞাপন
মিসরের আল আহরাম পত্রিকার খবর অনুযায়ী, এদাদি পরীক্ষায় ৯১২ জন বিদেশি শিক্ষার্থী অংশ নেন। ফলাফলে তাদের পাসের হার ৪৪ শতাংশ। অন্যদিকে সানুবিতে ৫৮৪ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষা দেন। তাদের পাসের হার ৫৪ শতাংশ।
সানুবি পরীক্ষার ফলাফলে শীর্ষ ১০ শিক্ষার্থী হলেন: ১. বরিশালের মাহবুবুল আলম। গড় নম্বর: ৯৫.০৭। ২. সাতক্ষীরার মাসুম বিল্লাহ গুলজার। গড়: ৯২.০৬। ৩. ময়মনসিংহের রাকিবুল ইসলাম। গড় : ৯১.৭৮। ৪. চট্টগ্রামের হাবিব উল্লাহ। গড়: ৯১.৪২। ৫. মাদারীপুরের মাহফুজুর রহমান। গড়: ৯০.৭৯। ৬. লালমনিরহাটের রেজাউল করীম। গড়: ৯০.১৪। ৭. আইভরি কোস্টের বামিয়া ফাতিমা। গড়: ৮৭.৯১। ৮. কুমিল্লার মোহাম্মদ মাহমূদ হাসান। গড়: ৮৭.৪৬। ৯. সিরাজগঞ্জের কামরুল ইসলাম। গড়: ৮৭.৩১। ১০. কিশোরগঞ্জের রেজাউল ইসলাম। গড়: ৮৫.৮২।
এদাদি পরীক্ষার ফলাফলে শীর্ষ ১০ শিক্ষার্থী হলেন- ১. ঢাকার জুনায়েদ আহমাদ হাসান। গড়: ৯০.৪৫। ২. যুক্তরাষ্ট্রের জাহরা ইউসুফ মোহাম্মদ। গড়: ৮৯.৩২। ৩. গিনির সু মোহাম্মদ বুরি। গড়: ৮৭.৭৩। ৪. কুষ্টিয়ার নাজমুল আরিফীন। গড়: ৮৬.৩৬। ৫. ঢাকার মুজাহিদুল ইসলাম। গড়: ৮৫.৬৮। ৬. ঢাকার আবদুল্লাহ। গড়: ৮৫.৪৫। ৭. সিলেটের শামীম আহমাদ রাফে। গড়: ৮৫.২৩। ৮. ঢাকার আনাস আহমাদ সিদ্দিকী। গড়: ৮৩.৪১ ৯. ইন্দোনেশিয়ার জাহরা নাদিয়াহ সাইফ। গড়: ৮২.৯৫। ১০. সেনেগালের লিমিআ জুয়ুফ। গড়: ৮২.২৮।
আল আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী শামীম আহমাদ রাফে জানান, এ বছর সেরা ১০ শিক্ষার্থীর পাশাপাশি তাদের পরের শীর্ষ অবস্থানগুলোর বেশিরভাগও বাংলাদেশি শিক্ষার্থীদের দখলে।
বিজ্ঞাপন
জেবি

