বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া এখন আর কেবল একটি গন্তব্য নয়, বরং একটি সম্ভাবনার নাম। গবেষণা, প্রযুক্তি ও কর্মসংস্থানভিত্তিক শিক্ষার ক্ষেত্রে দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দ হয়ে উঠেছে । বাংলাদেশের হাজারো শিক্ষার্থী প্রতিবছর অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পাড়ি জমাচ্ছেন একটি উন্নত ডিগ্রি, নিরাপদ ভবিষ্যৎ এবং সম্ভাবনাময় ক্যারিয়ারের আশায়। এই ধারাবাহিকতাকে আরও বাস্তব ও সহায়ক করে তুলতে, বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান স্টাডিনেট আয়োজন করতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৫।
এই রোডশোটি অনুষ্ঠিত হবে ৩০ জুন ২০২৫, ঢাকায় শেরাটন হোটেলে, এবং ৮ জুলাই ২০২৫, চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে। এতে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, যাদের মধ্যে রয়েছে University of Adelaide (বিশ্বের টপ ১০০-এ অবস্থানকারী), University of Wollongong, La Trobe University, Flinders University, CQ University, Federation University, University of Southern Queensland এবং Torrens University Australia সহ আরও অনেক প্রতিষ্ঠিত নাম।
বিজ্ঞাপন
এই রোডশোতে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, তাদের প্রোফাইল অনুযায়ী কোর্স ও ইউনিভার্সিটি নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা, স্কলারশিপ ও টিউশন ফি ডিসকাউন্ট সংক্রান্ত হালনাগাদ তথ্য, ভিসা আবেদন, ডকুমেন্টেশন, আইএলটিএস এক্সাম রেজিশট্রেশন এবং ইনস্যুরেন্স সংক্রান্ত সহায়তা।

এছাড়া যারা পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট, পার্ট-টাইম চাকরি নিয়ে চিন্তিত, তাদের জন্য থাকবে বাস্তবভিত্তিক গাইডলাইন এবং অভিজ্ঞ প্রতিনিধিদের পরামর্শ।
বর্তমানে অস্ট্রেলিয়ায় ২৫ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। অস্ট্রেলিয়ান সরকারের শিক্ষা বিভাগের তথ্যমতে, ২০২৪ সালে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষাধিক এবং এই খাত দেশটির অর্থনীতিতে প্রায় ৪০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অবদান রেখেছে। QS World University Rankings ২০২৫ অনুযায়ী, অস্ট্রেলিয়ার সাতটি বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্বের সেরা ১০০-র তালিকায়। প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, সোশ্যাল ওয়ার্ক এবং হেলথ সায়েন্সের মতো ক্ষেত্রে দক্ষ গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে বিশ্বব্যাপী প্রচুর কর্মসংস্থানের সুযোগ।
বিজ্ঞাপন
স্টাডিনেট বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পথে সহযোগিতা করে আসছে। শুধু ভর্তির সহায়তা নয়, তারা দিয়ে থাকে ফ্রি প্রোফাইল অ্যাসেসমেন্ট, একাধিক বিশ্ববিদ্যালয়ে একযোগে আবেদন, SOP ও GTE প্রস্তুতিতে সহায়তা, ভিসা ইন্টারভিউয়ের গাইডলাইন এবং অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর সম্পূর্ণ অনশোর সাপোর্ট। ২০২৪ সালের রোডশোতে StudyNet সরাসরি প্রায় ২,০০০+ শিক্ষার্থীকে কাউন্সেলিং দিয়েছে, যাদের অনেকেই এখন অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।
এই রোডশো শুধুমাত্র একটি শিক্ষা মেলা নয়; এটি হতে পারে একজন শিক্ষার্থীর স্বপ্নপূরণের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যাদের মনে রয়েছে বিদেশে পড়াশোনা এবং ক্যারিয়ার গঠনের দৃঢ় ইচ্ছা। এতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ফ্রি।
এজেড

