বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ঢাকা

স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জ থেকে ৬৪১ অভিবাসী উদ্ধার 

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম

শেয়ার করুন:

refuges

চার দিনে ৬৪১ জন অভিবাসী সমুদ্র পথে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে পৌঁছেছেন৷ অভিবাসীদের চাপ মোকাবিলায় স্পেনের অন্য অঞ্চল থেকে এই দ্বীপপুঞ্জে আশ্রয়প্রার্থীদের স্থানান্তর বাতিল করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ৷ খবর ইনফো মাইগ্রেন্টসের।

সোমবার (৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) অনিয়মিত উপায়ে আসা ৬৪১ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের গার্ডিয়া সিভিল এবং উপকূলরক্ষীরা৷ অভিবাসীদের মধ্যে একজন সাব-সাহারা আফ্রিকা থেকে এবং বাকিদের সবাই মাগরেব অঞ্চল থেকে এসেছেন৷ 


বিজ্ঞাপন


সোমবার প্রথম অভিযানে ২৭ জন, মঙ্গলবার দ্বিতীয় অভিযানে ২১৮ জন এবং বুধবার তৃতীয় অভিযানে ১৭১ জনকে বালিয়ারিক দ্বীপপুঞ্জের ফরমেন্তেরা, ম্যালোর্কা, ইবিজা এবং ক্যাব্রেরার উপকূল থেকে উদ্ধার করা হয়৷ 

আরও পড়ুন: রোমানিয়া থেকে ‘ডিপোর্ট’ বাংলাদেশিসহ ৭ দক্ষিণ এশীয় অভিবাসী

চলতি বছরের আগস্টে এই দ্বীপপুঞ্জটিতে আসা নৌকার সংখ্যা ইতিমধ্যে গত বছরের পুরো সময়ের পরিসংখ্যানেরকে ছাড়িয়ে গেছে৷ ২০২৩ সালে পুরো বছর মিলিয়ে দুই হাজার ১৯৪ জন অনিয়মিত অভিবাসী দ্বীপপুঞ্জে এসেছিলেন৷

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বালিয়ারিক দ্বীপপুঞ্জে এসেছে চার হাজার ৪০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসী৷ 


বিজ্ঞাপন


migrants

এমন অবস্থায় স্পেনের অন্যান্য অঞ্চল থেকে অভিবাসীদের এখানে স্থানান্তর করা বন্ধে কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে আসছে দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ৷ বালিয়ারিক দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে আঞ্চলিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

দ্বীপপুঞ্জের সরকারি প্রতিনিধি আলফোনসো রদ্রিগেজ বলেন, নতুন আগতদের অভ্যর্থনা পরিচালনার জন্য আমাদের অন্যান্য অঞ্চল থেকে আরো সমর্থন প্রয়োজন৷ আমরা চাই স্থানীয় কর্তৃপক্ষ নিজ ইচ্ছায় অভিবাসী স্থানান্তরে অংশ নিক কিন্তু জোরপূর্বক না। কারণ আমরা চাই না, অপ্রাপ্তবয়স্কদের থাকার স্থান নিয়ে অনুসন্ধান প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হোক৷

স্পেনে ক্যানারি দ্বীপপুঞ্জের তুলনায় বালিয়ারিক রুটটি জনপ্রিয় না। তবে অনেক আলজেরীয় উন্নত জীবনের আশায় এখনও এই রুটে যাত্রা করছেন। এছাড়া কিছু মরক্কো, সিরীয় এভং সাব-সাহারা আফ্রিকার অভিবাসীরা আলজেরিয়ার বিভিন্ন উপকূল থেকে বালিয়ারিকের দিকে যাত্রা করেন। 

স্প্যনিশ এনজিও ক্যামিনান্দো ফ্রন্তেরাসের মতে, ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে আলজেরিয়া থেকে বালিয়ারিকে পৌঁছাতে গিয়ে সমুদ্রে মারা গেছেন ১৭৫ জন অভিবাসী৷ 

তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর