সূর্যোদয়ের দেশ জাপান সমুদ্রের তলায় শহর বানানোর উদ্যোগ নিয়েছে। এই শহরে ৫ হাজার মানুষ বসবাস করতে পারবে। ওশেন স্পাইরাল নামে এই প্রকল্প শিগগিরই বাস্তবায়নকরতে যাচ্ছে দেশটি। জাপানি কোম্পানি শিমজু কর্পোরেশন এই ডুবো শহরের পরিকল্পনা করছে।
এটিই হবে জাপানের প্রথম শহর, যা সম্পূর্ণরূপে পানির নিচে নির্মাণ করা হবে। পানির নিচের এই শহরটি হবে চারটি ফুটবল মাঠের সমান।
বিজ্ঞাপন
বিলাসবহুল আন্ডারওয়াটার সিটি
জাপানি কোম্পানি শিমজু কর্পোরেশনের মতে, এটি সমুদ্রপৃষ্ঠের দুই মাইল ভিতরে অবস্থিত থাকবে, যেখানে বাড়ি ছাড়াও হোটেল, বাজার এবং ব্যবসার জন্য পরিবহনের সব কিছুই থাকবে। এখানে মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই প্রকল্পের ব্লু প্রিন্ট ও পরিকল্পনার কিছু ছবিও শেয়ার করেছে সংস্থাটি।
আরও পড়ুন: ভারতের এই দ্বীপে যেতে দেশটির বাসিন্দাদেরই অনুমতি লাগে
বিজ্ঞাপন
এই শহরের নিচে একটি ১৫ কিলোমিটার পেঁচাল রাস্তাও তৈরি করা হবে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার নীচে একটি মাটির কারখানা তৈরি হবে। অর্থাৎ কোম্পানির মতে, এই শহরে থাকতে কোনও কষ্ট হবে না। পানির উপরের যেকোনো শহরে মানুষ ঠিক যেভাবে বসবাস করে, সেভাবেই জীবনযাপন করতে পারবেন পানির তলার এই শহরেও।
ভূমিকম্প ও সুনামি থেকেও নিরাপদ থাকা যাবে
এ শহরকে সম্পূর্ণ পরিবেশবান্ধব করার পরিকল্পনাও করেছে। এই শহরে ৫ হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে। এছাড়া ভূমিকম্প ও সুনামি থেকে নিরাপদ রাখতে এই শহরকে অন্যরকম আকৃতি দেওয়া হচ্ছে।
সমুদ্রের তলদেশে তিনটি ভাগে তৈরি করা হবে এই আন্ডারওয়াটার সিটি। স্পাইরাল ওয়ের পথে সমুদ্রপৃষ্ঠের ২০০ মিটার নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্লু গার্ডেন তৈরি করা হবে। আদতেই এই ডুবো শহরে মানুষের জীবনযাপন কেমন হবে, তা তৈরির পরই বোঝা যাবে।
এজেড