রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উচ্চশিক্ষা

জাপানে স্কলারশিপ পাওয়ার উপায়

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ১১:১৪ এএম

শেয়ার করুন:

japan

সূর্যোদয়ের দেশ জাপান। পুবের এই দেশটি জ্ঞান-বিজ্ঞানে অনেকটাই এগিয়ে। আর তাইতো পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এই দেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে ভিড় জমায়। এদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। উচ্চশিক্ষায় আগ্রহীদের স্কলারশিপ দেয় জাপান। 

স্কলারশিপ নিয়ে জাপানে পড়তে যাওয়ার স্বপ্ন অনেকেরই। কিন্তু, জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় না জানার কারণে অনেকের ইচ্ছে আর পূরণ করা হয়ে উঠে না।  


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিদেশে স্কলারশিপ পাওয়ার উপায়

এই প্রতিবেদনে জানুনম জাপানে স্কলারশিপ পাওয়ার উপায়, জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা এবং জাপান যেতে কত টাকা লাগে এসব বিষয়ে।

japan

জাপানে স্কলারশিপ পাওয়ার উপায়


বিজ্ঞাপন


উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছে অনেকেরই। এজন্য অনেকেই জাপানের বিভিন্ন নামকরা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চান। জাপানে স্কলারশিপ পাওয়ার একদম সহজ উপায় নেই। তবে, আপনি চাইলে মেক্সট স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করে জাপানের টয়োহোশি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে সুযোগ পেতে পারেন।

মেক্সট স্কলারশিপ প্রোগ্রামের অনেক সুবিধা রয়েছে। আবেদন ফি, অ্যাডমিন ফি সহ সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ ছাড়াও শিক্ষার্থীদেরকে মাসিক ভাতা দেয়া হয় এই স্কলারশিপ এ। এছাড়াও, ফ্রি এয়ার টিকেট সুবিধা তো থাকছেই। 

মেক্সট স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করার সময় সিজিপিএ অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সিজিপিএ কম হলেও কো-কারিকুলার অ্যাকটিভিটিস ভালো হলে অনেক সময় চান্স হয়ে যায়।

country

জাপানে স্কলারশিপের আবেদন

আপনি জাপানে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে অবশ্যই মেক্সট স্কলারশিপ এ আবেদন করতে হবে। আবেদন করার জন্য, স্কলারশিপ আবেদন ফরম সংগ্রহ করতে হবে এবং সেটি সকল সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। 

এছাড়াও, অ্যাকাডেমিক পেপার্স,পাসপোর্ট, শিক্ষার্থীর ছবি,আইএলটিএস স্কোর, সিভি/রিজিউম সহ আরও কিছু তথ্য প্রয়োজন হবে। আবেদন করার পর আপনার সিজিপিএ এবং অন্যান্য সকল বিষয় বিবেচনা করে আপনাকে স্কলারশিপে জাপানে উচ্চশিক্ষার সুযোগ দিতে পারে।

অতঃপর, আপনি বিনা খরচে জাপান গিয়ে আপনার উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেন। তো চলুন, এখন জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে সে বিষয়ে আলোচনা করা যাক।

merit-japan

জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা

উচ্চশিক্ষার জন্য জাপান যেতে চান এমন শিক্ষার্থীদের মাঝে অধিকাংশই সাধারণ একটি প্রশ্ন করে থাকেন, জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? অর্থাৎ, জাপানে স্কলারশিপের জন্য আবেদন করতে বা জাপানে পড়ালেখা করতে যেতে শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হয়।

জাপানে পড়ালেখা করতে যাওয়ার জন্য অবশ্যই ১৮ বছর বয়সের বেশি হতে হবে এবং তার নিজের দেশে ন্যুনতম ১২ বছর পড়ালেখা করতে হবে। এছাড়াও, IELTS বা TOEFL iBT তে ভালো স্কোর থাকতে হবে। কিছু ইউনিভার্সিটিতে জাপানের ভাষা টেস্ট নিতে পারে। কারণ, জাপানের অধিকাংশ ইউনিভার্সিটিতে জাপানি ভাষায় শিক্ষাদান করা হয়ে থাকে। তাই, জাপানের ভাষা জানা থাকা জরুরি। জাপানি ভাষা জানা না থাকলে যেসব ইউনিভার্সিটি ইংলিশে পাঠদান করে থাকে, এমন ভার্সিটিতে আবেদন করতে হবে।

এছাড়াও, মোটিভেশন লেটার এবং রিকমেনডেড লেটার লাগবে জাপানে পড়ালেখা করার জন্য যেতে। ইউনিভার্সিটি ভিত্তিক আলাদা আলাদা রিকোয়ারমেন্টস থাকতে পারে। সিজিপিএ বা জিপিএ ন্যুনতম কত লাগবে এসব তথ্য আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাচ্ছেন, সেখানে উল্লেখ করে দেয়া থাকবে।

study-pic

জাপান যেতে কত টাকা লাগে

জাপানে পড়ালেখা করতে যেতে কত টাকা লাগে এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। জাপানিজ অ্যাম্বেসির স্টুডেন্ট কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করলে কোন দালালকে টাকা না দিয়েই আপনি অনেক কম খরচে জাপানে যেতে পারবেন। শুধুমাত্র জাপান ভিসা এবং ফ্লাইটের টিকেট করতে যা খরচ হবে এতটুকুই। এছাড়া, জাপান যাওয়ার পর টিউশন ফি লাগবে। 

এসব ব্যতীত আপনার আর কোন খরচ করতে হবে না। যদি অনেক মেধাবি শিক্ষার্থী হয়ে থাকেন, তবে জাপানের সরকার আপনার এবং আপনার পরিবারের খরচ চালাবে। জাপানে স্কলারশিপ নিয়ে গেলে বিনা খরচে আপনার উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবেন। 

তথ্যসূত্র: ইন্টারনেট

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর